কসবা থানা পুলিশের সাঁড়াশী অভিযানে সাবেক ছাত্রলীগ নেতা সহ ২৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবা থানা পুলিশের সাঁড়াশী অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা হতে ২৩ জন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত বৃহস্পতিবার (৫ এপ্রিল) সন্ধ্যা থেকে সহকারী পুলিশ সুপার (কসবাÑ আখাউড়া সার্কেল) আবদুল করিমের নেতৃত্বে কসবা থানা চলতি দায়িত্বে অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান অভিযান চালিয়ে সাবেক ছাত্রলীগ নেতা নুরুন্নবী আজমল সহ ২৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে প্রেরন করা হয়েছে। সহকারী পুলিশ সুপার আবদুল করিম সাংবাদিকদের জানান; গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সরাসরি মাদক ব্যবসার সাথে সংশ্লিষ্ট থাকার অভিয়োগ রয়েছে।
এদিকে গতকাল শুক্রবার (৬ মার্চ) সকালে সাবেক ছাত্রলীগ নেতা নুরুন্নবী আজমলকে গ্রেফতার করায় তার এলাকা উপজেলার বায়েক ইউনিয়নের একদল নারী-পুরুষ আজমলের মুক্তির দাবীতে কসবা শহরে মিছিল করে। পরে পুলিশের ধাওয়া খেয়ে মিছিলকারীরা দৌড়ে পালিয়ে যায়। পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সুত্রগুলো জানায়; সম্প্রতি সাবেক ছাত্রলীগ নেতা নুরুন্নবী আজমল উপজেলার বায়েক এলাকাসহ সারাদেশে মাদক ব্যবসার বিশাল নেটওয়ার্ক গড়ে তুলেছে এবং প্রতিদিনই তার সিন্ডিকেটের মাধ্যমে মদ,গাজা, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক দেশের অভ্যন্তরে প্রবেশ করছে। অফিসার ইনচার্জ ( চলতি দায়িত্বে) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, মাদক ব্যবসায় জড়িত ও মাদক সেবীদের গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে। যে কোনো মূল্যে মাদক ব্যবসা বন্ধ করা হবে। ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার ( অতিরিক্ত ডিআইজি পদোন্নতীপ্রাপ্ত) মো.মিজানুর রহমান পিপিএম (বার) অভিযানগুলো মনিটরিং করছেন।
উল্লেখ্য গত বৃহস্পতিবার (৫ এপ্রিল) দুপুরে সহকারী পুলিশ সুপার আবদুল করিমের নেতৃত্বে কসবা থানা কমপ্লেক্সে মাদক মুক্ত কসবা গড়ার লক্ষ্যে স্থানীয় সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় তাদের এ কার্যক্রমে সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published.