টিআইএন॥ সোনারগাঁও হোটেলে দুদিনব্যপী এ সামিটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার বলেন, প্রযুক্তি নির্ভর সম্ভাবনাময় কর্মক্ষেত্র হিসেবে আউটসোর্সিং এরই মধ্যে তরুণদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এখন দরকার দক্ষ জনবল তৈরির মাধ্যমে দেশীয় ও আন্তর্জাতিক বাজারে বিপিওর অবস্থানকে তুলে ধরা। সেই লক্ষ্যে এবারের সম্মেলনটি পরিণত হবে দেশি-বিদেশি তথ্যপ্রযুক্তিবিদ, সরকারের নীতিনির্ধারক ও বিপিও সংশ্লিষ্টদের একটি মিলন মেলায়। ১০টি সেশনে যেখানে বক্তব্য রাখবেন দেশ-বিদেশের ১০০ জন বক্তা।
এছাড়া আকর্ষনীয় ভাবে সাজানো হয়েছে এবারের সামিট। আপনি আমন্ত্রিত।