প্রশান্তির পক্ষে নববর্ষের শুভেচ্ছা (বাংলা নববর্ষ ১৪২৫)

TAJUL B NEW YEARস্বাগতম, সু-স্বাগতম ১৪২৫। এসো হে বৈশাখ এসো হে…. এসো এসো… বাঙ্গালীর প্রাণে নব উদ্যমে, নব জোয়ারে, চেতনায় ও উপলব্দিতে, সৃজনশীলতায় এবং জবাবদীহিতায়; নুতন কিছু সৃষ্টির প্রারম্ভিকতায়। গ্রাহক, পাঠক এবং দেশবাসীকে জানাই নব বর্ষের শুভেচ্ছা। নতুন রঙ্গে রাঙ্গিয়ে আসুক আমাদের জীবনের নতুন নতুন সৃজনশীলতা, উদ্দীপনা, সুযোগ এবং স্থায়ীত্বের এক সুদৃঢ় ভিত্তী। জাতি ফিরে পাক আরো নতুন এক দিগন্ত ছোয়ার স্বস্তী।
পুরাতন জড়াজীর্ণ এবং ঘুনেধরা সকল কিছুই পরিপূর্ণ হউক নতুন বছরের নব আনন্দে। আশা এবং ভরসার জায়গাটুকু উন্মোচিত হউক সকলের জন্য। হিংসা ও নিন্দা এবং হানা-হানি ও বিদ্ধেষ চীরতরে নির্মূল হউক এবং জাতীয় ঐক্য পুন:জাগরিত হউক। আগামীর পথচলাতে ফিরে আসুন নিশ্চয়তা। সকলের মৌলিক অধিকারে স্থাপিত হউক নিশ্চয়তার দৃষ্টান্ত। উন্নয়নের দৌঁড়গোড়ায় পৌঁছতে সকলে একযোগে এগিয়ে যাক। মুছে যাক গ্লানী ঘুচে যাক সকল আশা।
আমাদের জীবনের সকল ক্ষেত্রেই ঐক্য এবং উন্নতির সোপান রচিত হউক। একে অন্যের সাথে মিলেমিশে পথ চলতে নতুন বছরের নির্মল আনন্দে সুতিকাঘার রচিত হউক। বিগত বছরের সকল পঙ্কিলতা নতুন বছরের আনন্দের ¯্রােতে ভেসে যাক। স্থায়ী হউক সাম্য, ঐক্য এবং সমৃদ্ধি ও ভাতৃত্বের বন্দন। সকলের জন্য উন্মুক্ত হউক মৌলিক অধিকারের প্রতিটি ধাপ এবং ভোগ করতে সুযোগ ও সময় এবং স্থিতি বিরাজমান থাকুক অফুরন্ত কালের পরিক্রমায়।
আপনাদের সুস্থ্যতা, দীর্ঘায়ূ এবং মঙ্গল কামনা করে বিদায়।
তাজুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক।

Leave a Reply

Your email address will not be published.