প্রিয় কসবা ও আখাউড়া বাসী
বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামু আলাইকুম,
বাংলা নব বর্ষের সুচনালগ্নে আপনাদেরকে জানাই আমার শুভেচ্ছা ও ভালবাসা। শুভ নববর্ষ। ১৪২৫ সালের শুরুতেই মহান রাব্বুল আলআমীনের নিকট কামনা করি তিনি যেন আপনাদের সুখে ও দু:খে পাশে থাকতে আমাকে সুযোগ দেয়। আমি আপনাদের পাশে থেকে সুখ উপভোগ করব এবং দু:খ ভাগ করে নিব। আশরাফুল মাকলুকাত হিসেবে আমরা একে অপরের পাশে থাকব। মনের গহীন থেকে ভালবাসব। বিগত ১৪২৪ সালের ভুলত্রুটিগুলো ভুলে গিয়ে নতুন এক আনন্দে এবং উদ্ধিপনায় সামনের গন্তর্ব্যে পৌঁছতে একসাথে কাজ করব। দশে মিলে করি কাজ হারি যেতে নাহি লাজ এই মুলমন্ত্রে উজ্জ্বীবিত হয়ে আগামির সকল বাধা অতিক্রম করব। বিবেদ এবং হানাহানি ও মারামারি, হিংসা-বিদ্ধেষ, ক্রোধ ও ঘৃণা সব নতুন বছরের আনন্দে ধুয়ে মুছে পরিস্কার করে মনের সঞ্জিবনী শক্তির প্রকাশ্য ব্যবহার করে কসবা ও আখাউড়াকে উন্নতির সোপানে সাজাব।
কসবা ও আখাউড়াকে মাদকমুক্ত এমনকি অনৈতিকতার অভিষাপ মুক্ত করে স্ব স্ব ধর্মের মূলনীতির বাস্তবায়নার্থে সকলেই একযুগে কাজ করে যাব। আপনাদের প্রয়োজনে এখনও যে সকল কাজ সম্পন্ন করার বাকি রহিয়াছে সেইসকল কাজের গতি সঞ্চার করে সমাপ্তির জন্য নিরলসভাবে আপনাদেরকে নিয়েই কাজ বাস্তবায়নার্থে এগিয়ে যাব। সকল প্রয়োজনেই আপনাদের ভালবাসার প্রতিদান নয় বরং মুল্যদিতে আমি আনিছুল হক সর্বাঙ্গে এগিয়ে আসব। আমার সাধনা এবং গর্ব ও অহংকার হলেন আপনারা। আপনাদেরকে ঘিরেই আমার যাবতীয় চিন্তা এবং ধ্যান। দেশের সকল স্থানের দায়িত্ব পালনের মধ্যেও আপনারা আমার হৃদয়ের আয়নায় এক জাগ্রত ছবি। আমি আপনাদের হয়ে সারা দেশের সার্বজনীন কল্যানের তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তাবাহক হিসেবে কাজ করে যেতে চাই। আমার প্রতিটি কাজের কৃতিত্বই আপনাদের এবং সকল ব্যর্থতার দায়ভার আমার কাধে রাখতে চাই।
আমি আজকের দিনে আপনাদের সুস্থ্যতা, দীর্ঘায়ূ ও মঙ্গল কামনা করি। যাতে আমার জীবদ্দশাই আমি আপনাদের সান্নিধ্য এবং ভালবাসা বঞ্চিত না হয়। বরং আরো নতুন উদ্যমে সম্পর্কোন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রেখে এক শুভ ও নব দৃষ্টান্তের যাত্রা শুরু করে দিয়ে যেতে পারি। যার ধারাবাহিকতা অব্যাহত রাখবেন আপনারা এবং তৎপরবর্তী প্রজন্ম। বলতে চাই জন্ম আমার স্বার্থক হলো এই মায়াবী কসবা-আখাউড়াই। আবার আসিব ফিরে এই কসবা – আখাউড়ার বুকে, ছোট্ট এই নীড়ে সকলের ছোয়াতে আগামীর প্রত্যাশাকে আরো বাড়িয়ে তুলতে এবং একটি স্থায়ী সার্বজনীন সমৃদ্ধি প্রতিষ্ঠার লক্ষ্যে। জয় হউক আপনাদের আগামীর পথ চলা এবং কুসুমাস্তীর্ন হউক সুখ ভোগের সমস্ত আয়োজন।
জয় বাংলা জয় বঙ্গবন্ধ
বাংলাদেশ চীরজীবি হউক।