ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত শনিবার (১৪ এপ্রিল) কসবা উপজেলা প্রশাসনের উদ্যোগে উৎসব মূখর পরিবেশে নানা কর্মসূচীর মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪২৫ বঙ্গাব্দ উদযাপন করা হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিলো সকালে উপজেলা নির্বাহী অফিসারের বাংলোতে পান্তা উৎসব, মঙ্গল শোভাযাত্রা, ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান।
উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো.আনিসুল হক ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন: সহকারী পুলিশ সুপার (কসবা সার্কেল) আবদুল করিম, ব্যারিষ্টার মো.মুজাহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন সুলতানা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম, সহকারী কমিশনার (ভূমি) জোবাইদা আক্তার, কসবা প্রেসক্লাব সভাপতি মো.সোলেমান খান, উপজেলা আওয়ামী লীগ যুগ্ন-আহ্বায়ক এমজি হাক্কানী, কাজী মো.আজহারুল ইসলাম ও আলহাজ্ব রুহুল আমিন ভূইয়া বকুল, বিনাউটি ইউপি চেয়ারম্যান এডভোকেট ইকবাল হোসেন, গোপিনাথপুর ইউপি চেয়ারম্যান এসএম মান্নান জাহাঙ্গির, বায়েক ইউপি চেয়ারম্যান আল মামুন ভূইয়া ও বাদৈর ইউপি চেয়ারম্যান হাজী আবু জামাল খান, কসবা মহিলা ডিগ্রী কলেজ অধ্যক্ষ মো.তসলিম মিয়া, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মো.শফিকুল ইসলাম রঙ্গু, উপজেলা যুবলীগ সভাপতি এমএ আজিজ ও সাধারন সম্পাদক শফিকুল ইসলাম।
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে উপজেলা শিল্পকলা একাডেমী, রবীন একাডেমী, সিডিসি স্কুল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগন সংগীত, নৃত্য ও আবৃতি পরিবেশন করে দর্শকদের প্রসংসা কুড়িয়েছেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কসবা প্রেসক্লাব সাধারন সম্পাদক নেপাল চন্দ্র সাহা, কসবা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহ-প্রধান শিক্ষক শারমিন সুলতানা ও কসবা পৌর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক লায়লা আক্তার লিপি।
এদিকে বাংলা নববর্ষ বরণ উপলক্ষে কসবা পৌর মেয়র মো.এমরান উদ্দিন জুয়েল’র উদ্যোগে স্থানীয় উপজেলা ছাত্রলীগ কার্যালয়ে আলোচনা সভা ও পান্তা উৎসবের আয়োজন করা হয়। উপজেলা ছাত্রলীগ সভাপতি মো.মনির হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক মো.আফজাল হোসেন রিমনের সঞ্চালনায় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীগন বক্তব্য রাখেন। তাছাড়া বাংলা নববর্ষ বরণ উপলক্ষে মইনপুর কালীমন্দির ও গোসাইস্থল মন্দিরে বৈশাখী মেলার আয়োজন করা হয়।