প্রিয় কসবা ও আখাউড়া বাসী
বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামু আলাইকুম,
কসবা আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া-৪) নির্বাচনী আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত একমাত্র প্রার্থী জনাব এডভোকেট আনিছুল হক। আসুন সকলে মিলে আমরা ওনার হাতকে শক্তিশালী করি। নৌকা প্রতীককে জয়যুক্ত করি। বর্তমান উন্নয়ন ধারাবাহিকতা অব্যাহত রাখি। আগামী দিনের কসবা আরো পরিচ্ছন্ন রাখতে ও দেখতে এই পরিচ্ছন্ন ব্যক্তিত্বসম্পন্ন উদার মনের সাহসী এবং সৎ ও নির্ভীক মানুষটিকে জয়যুক্ত করি।
কথায় আছে সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। তাই আসুন আমরা স্বর্গে বাস করার জন্য প্রস্তুত হই। আমাদের আর সর্বনাশ না করি। সময় ও সুযোগকে কাজে লাগাই। আগামী দিনের নিশ্চয়তা নিয়ে ভবিষ্যত প্রজন্মকে রেখে যেতে চাই সুন্দর এক স্থীতিশীল উন্নয়ন এবং উন্নয়নশীল সমৃদ্ধির বাংলাদেশে। আমাদের প্রত্যেকের আশা পুরন হউক এই সদ্য প্রস্ফুটিত উন্নয়ন কান্ডারী এবং আলোর পথের দীশারী পরিক্ষীত বাস্তবতার স্বাক্ষীস্বরূপ সাদা মনের এই মানুষটিকে ঘীরে।
যিনি আছেন এবং থাকবেন আমাদের সকলের পাশে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে জনাব আনিছুল হকের প্রয়োজন।
আগামী সংসদে আনিছুল হক প্রতিনিধিত্ব করুক ২০৪১ এর ভিশন বাস্তবায়নকল্পে। সকল গ্লানী এবং হীনমন্নতা ও ব্যক্তি স্বার্থ ত্যাগ করে এই দরদী মানুষটিকে জয়যুক্ত করি। আওয়ামী পরিবারের সন্তান হিসেবে আরেকজন সন্তানকে সাহস যুগিয়ে এমনকি ভোটে জিতিয়ে আনার যাবতীয় কর্মকান্ডে অংশীদ্বার হই। এই হউক আমাদের আজকের ওয়াদা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, চীরজীবি হউক আমাদের বাংলাদেশ।