টানা নয় দিনের ছুটির ফাঁদে দেশ

nine day long holidayফাহাদ বিন হাফিজ॥ টানা নয়দিনের লম্বা ছুটির ফাঁদে পড়তে চলেছে দেশ। যদিও এই নয় দিনের মধ্যে সাতদিন হলো সরকারি ছুটি, মাঝখানে দুদিন থাকছে কর্মদিবস। স্বভাবতই এই দুইদিন কোনোভাবে ম্যানেজ করে লম্বা ছুটিটা উপভোগের চেষ্টা করবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
এই ছুটির ফাঁদটা তৈরি হচ্ছে আগামী শুক্রবার (২৭ এপ্রিল) থেকে। শুক্র ও শনি দুইদিন সাপ্তাহিক ছুটি হওয়াায় ২৭ ও ২৮ এপ্রিল বন্ধ থাকছে অফিস। ২৯ এপ্রিল রোববার বৌদ্ধপূর্ণিমার সরকারি ছুটি। ৩০ এপ্রিল সোমবার থাকছে কর্মদিবস।
এরপর শ্রমিক দিবসের ছুটি ১ মে। পরদিন ২ মে বুধবার থাকছে পবিত্র শবে বরাতের ছুটি। ৩ মে বৃহস্পতিবার অবশ্য কর্মদিবস, অফিস-আদালত খোলা থাকবে। আবার ৪ ও ৫ মে শুক্র ও শনিবার রয়েছে সাপ্তাহিক ছুটি।
কেউ যদি ৯দিনের এই লম্বা ছুটিটা ভোগ করতে চান তাহলে ৩০ এপ্রিল সোমবার ও ৩ মে বৃহস্পতিবার ছুটি নিতে হবে। এছাড়া ছুটি থাকছে ২৭ থেকে ২৯ এপ্রিল, টানা তিনদিন। কর্মদিবসে একদিন বিরতির পর ফের ১ ও ২ মে ছুটি। বৃহস্পতিবার কর্মদিবসের পরেই আবার দুদিনের সাপ্তাহিক ছুটি। সবমিলিয়ে লম্বা একটা ছুটির ফাঁদে পড়তে চলেছে বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published.