আবদুল আখের॥ “নৌ শিল্পে লেগেছে আধুনিকতার ছোঁয়া, যাত্রা হবে নিরাপদ এটাই আমাদের চাওয়া”, এ প্রত্যয়ে দেশব্যাপী গত বৃহস্পতিবার (০৫ এপ্রিল, ২০১৮) হতে সপ্তাহব্যাপী উদযাপিত হচ্ছে “নৌ নিরাপত্তা সপ্তাহ-২০১৮”। গত ১১ এপ্রিল শেষ হলো এ সপ্তাহ।
এ বছরের নৌ-নিরাপত্তা সপ্তাহের মূল প্রতিপাদ্য বিষয় ছিলো ‘নৌ-শিল্পে লেগেছে আধুনিকতার ছোঁয়া, যাত্রা হবে নিরাপদ এটাই আমাদের চাওয়া।’ এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছিলেন। প্রধানমন্ত্রী তার বাণীতে বলেছেন, যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নৌপথের উন্নয়নে পর্যাপ্ত অর্থ বরাদ্দ দেয়া হয়েছে। নিরাপদ নৌযান তৈরিতে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে নৌযানের নির্ভুল নকশা তৈরির পাশাপাশি এ সকল নৌযানের চলাচলকে আরও নিরাপদ করতে আধুনিক ও সময়োপযোগী পল্টুন ও জেটি স্থাপন করেছি।
বর্তমান সরকার নৌপথের উন্নয়নের পাশাপাশি নিরাপদ নৌযান নির্মাণ ও নৌযানে আধুনিক যন্ত্রপাতি সংযোজন করে নৌপথের যাত্রীদের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। ফলে এখনকার নৌযানগুলো আগের তুলনায় অনেক বেশি আধুনিক ও নিরাপদ। লঞ্চে এখন লিফট ও অসুস্থ রোগীদের জন্য আইসিইউ রয়েছে।
“নৌ নিরাপত্তা সপ্তাহ-২০১৮” উপলক্ষে নৌপরিবহন অধিদফতর একটি ক্রোড়পত্র প্রকাশ করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নৌ-নিরাপত্তার সার্বিক বিষয়টি আলোচনা ছাড়াও নৌপরিবহন অধিদপ্তরের কার্যক্রমের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়েছিল।
আশা করি এই নৌ শিল্পের উন্নত যাত্রা অব্যাহত থাকবে এবং মানুষ পাবে নিরাপত্তা ও নিশ্চয়তা। দেশবাসী আর কোন অঘটনের স্বাক্ষী হবে না বা হওয়ার সম্মুখীন হবে। সকলেরই ঐক্যমত্য ও সহযোগীতায় ফিরে আসবে সুন্দর আগামীর এক উজ্জ্বল দৃষ্টান্ত।