কসবায় কাল-বৈশাখীর ছোবল

নাজমুল হক সজল, বিশেষ প্রতিনিধি কসবা॥ ব্রা‏হ্মণবাড়িয়ার কসবায় গত শনিবার ১লা বৈশাখ কাল-বৈশাখীর ছোবলে প্রায় শতাধিক ঘরবাড়ি বিধবস্ত হয়েগেছে। ইরি, বুরে‌্যা ফসলের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নে ছোট-বড় হাজারও গাছ উপড়ে পড়েছে। প্রায় ২০ মিনিটের শিলা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। প্রচন্ড ঝড়ে রাস্তায় গাছ ভেঙ্গে পড়ায় বৃঘœ হয়েছে রাস্তায় যানবাহন চলাচল। গত শনিবার বিকালে বাংলা বছরের প্রথম দিনে এই কাল বৈশাখী বয়ে যায় কসবার উপর দিয়ে। উপজেলার সৈয়দাবাদ গ্রামের বিল্লাল বলে শিলা বৃষ্টিতে তার জমির পাকা ধান অর্ধেক নষ্ট হয়েগেছে। বাদৈর গ্রামের কৃষক আবু কালাম জানান শিলা বৃষ্টিতে হাতিলা বিলে তার জমির পাকা ধান সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। ঝড়ের সময় পল্লিবিদ্যুতের লাইনে গাছ ভেঙ্গে পড়ায় পূরো উপজেলায় বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর ফলে শনিবার বিকাল থেকে সমস্ত উপজেলা ছিল বিদ্যুত বিহীন। শিলা বৃষ্টিতে কৃষির ব্যাপক ক্ষতি হয়েছে। সৈয়দাবাদ গ্রামের প্রায় ১০টিরও বেশি বসত ঘরের ক্ষতি সাধন হয়েছে। উপজেলা অফিস সূত্রে জানা গেছে উপজেলার বিনাউটি, কসবা পশ্চিম, কায়েমপুর ও বায়েক ইউনিয়নে ৮১টি পরিবারের বসতঘর ও ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। এছাড়া আংশিক ক্ষতি গ্রস্থ হয়েছে আরো প্রায় ২০০টি পরিবার। সৈয়দাবাদ গ্রামের খোকন টেইলার্স জানান ঝড়ের সময় প্রায় পল্লিবিদ্যুতের ১৫টি মিটার ছিটকে পড়ে যায়।

Leave a Reply

Your email address will not be published.