ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গত বৃহস্পতিবার ( ১৯ এপ্রিল) উপজেলা পরিষদে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরন করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয় বিভাগ থেকে বরাদ্দকৃত এ সকল সামগ্রী উপজেলা প্রশাসনের মাধ্যমে বিতরন করা হয়। এ সময় উপজেলা চেয়ারম্যান এডভোকেট আনিসুল হক ভূইয়া, উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম, কসবা পৌরমেয়র মো.এমরান উদ্দিন জুয়েল,উপজেলা আওয়ামী লীগ যুগ্ন-আহ্বায়ক এমজি হাক্কানী ও ছাত্রলীগ সভাপতি মো.মনির হোসেন উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাপস চক্রবর্তী জানান, কালবৈশাখীর আঘাতে ঘরবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান বিধ্বস্ত হয়েছে এমন ক্ষতিগ্রস্থ ১১টি পরিবার ও ২টি স্কুল কে ২৯ বান্ডিল ঢেউটিন ও প্রত্যেককে বান্ডিলপ্রতি ৩ হাজার টাকা করে নগদ অর্থ দেয়া হয়। এছাড়া আংশিক ক্ষতিগ্রস্থ ৬৮টি পরিবারকে নগদ ২ হাজার করে দেয়া হয়।
উল্লেখ্য গত ১৪ এপ্রিল শনিবার বিকেলে কালবৈশাখীর তান্ডবে ক্ষতিগ্রস্থ হয় উপজেলার প্রায় ৮১টি পরিবারের ঘরবাড়ি ও ১৩ টি শিক্ষা প্রতিষ্ঠান।