ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত বৃহস্পতিবার (১৯ এপ্রিল) উপজেলার ঐতিহ্যবাহী চন্ডিদ্বার উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান আনন্দঘন পরিবেশে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ চেয়ারম্যান ও চন্ডিদ্বার উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি এডভোকেট আনিসুল হক ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন: সহকারী কমিশনার (ভূমি) জোবাইদা আক্তার, জেলা পরিষদ সদস্য মোশারফ হোসেন ইকবাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.জাফর আহাম্মদ, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব একেএম শহীদুল্লাহ, নেটিজেল আইটি’র জেলা প্রতিনিধি মো.হেলাল আহাম্মেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চন্ডিদ্বার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আলাউদ্দিন।
তার পূর্বে অতিথিগন বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের ও শিক্ষকদের সঠিক সময়ে উপস্থিতি নিশ্চিত করতে ইলেকট্রনিক ডিভাইসে আঙ্গুলের ছাপের মাধ্যমে বিদ্যালয়ের পুরো ক্যাম্পাসকে ডিজিটাল ক্যাম্পাস হিসেবে শুভ উদ্বোধন করেন। উপজেলার মধ্যে এই প্রথম কোন বিদ্যালয়ে ডিজিটাল ক্যাম্পাস ঘোষনা করা হয়। পরে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয় এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে আমন্ত্রিত শিল্পীরা সংগীত পরিবেশন করেন ।
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক, সাংবাদিক সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।