কসবায় পরিবার পরিকল্পনা কর্মকর্তা সহ ৪৪টি পদ শুন্য

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সহ ৪৫ টি পদ দীর্ঘদিন যাবত শুন্য রয়েছে। এতে অফিস কার্যক্রম পরিচালনায় বিঘœীত হচ্ছে। ফলে সেবা থেকে বঞ্চিত এলাকার সাধারন মানুষ।
সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা যায়, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সহ-উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদে ৪ টি, ফার্মাসিস্ট পদে ৬টি, এফ আইপি ১ টি, এফ ডব্লিউ পি পদে ২টি, পরিবার কল্যান সহকারী পদে ২২টি, আয়া পদে ৫টি এবং নৈশপ্রহরী পদে ৪টি পদ দীর্ঘদিন যাবত শুন্য রয়েছে। পদগুলো শুন্য থাকায় পরিবার পরিকল্পনা কার্যক্রম বিঘœীত হচ্ছে। পাশাপাশি দীর্ঘদিন যাবত সেবা থেকে বঞ্চিত রয়েছে এলাকার সাধারন মানুষ।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এম.ও এবং পরিবার পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত দায়িত্বে থাকা ডা: রওশন আরা বলেন, শুন্য পদের বিষয়টি আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। শুন্য পদগুলোতে লোকবল নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে। কিছু কিছু পদে নিয়োগ পরীক্ষাও নেয়া হয়েছে। বাকী শুন্যপদগুলো অচিরেই পুরন করা হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে, তিনি জানান উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের শুন্য পদগুলোর ব্যাপারে খোঁজ খবর নিয়ে সংশ্লিষ্ট বিভাগের উর্ধতন কর্তৃপক্ষের বরাবরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য তুলে ধরা হবে।

Leave a Reply

Your email address will not be published.