কসবায় সাব-রেজিষ্ট্রার কার্যালয়ে সকল প্রকার জালিয়াতি রোধে মতবিনিময় সভা

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা সাব-রেজিষ্ট্রার কার্যালয়ে দলিল সহ সকল প্রকার জালিয়াতি রোধে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার (১৭জুলাই)দলিল লিখক মিলনায়তনে কসবা সাব-রেজিষ্টার কার্যালয়ের পক্ষ থেকে এ মতবিনিময় সভার আয়োজন করা হয় ।
কসবা সাব-রেজিষ্ট্রার নাজনীন জাহানের সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা রেজিষ্টার শেখ মো: আনোয়ারুল হক। মতবিনিময় সভায় কসবা রেজিষ্ট্রি অফিসকে জাল দলিল মুক্ত সহ সকল প্রকার জালিয়াতি মুক্ত কিভাবে রাখা যায় এ বিষয়ের উপর বক্তব্য রাখেন ; ব্রাহ্মণবাড়িয়া জেলা নিকাহ রেজিষ্টার সমিতির সভাপতি কাজী মো. ইয়াহিয়া, দলিল লিখক ও কসবা বি আর ডিবির চেয়ারম্যান মো: শাহআলম, দলিল লিখক মো. বোরহান উদ্দিন, মো: ফরিদ মিয়া, রহিজ উদ্দিন, সিরাজ সরকার প্রমুখ।
এ সময় সভায় কসবা সাব-রেজিষ্টার কার্যালয়ে কর্মরত দলিল লিখক, নকল নবীশ, উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার নিকাহ রেজিষ্টারসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
পরে স্থানীয় সংসদ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের বড় বোন সায়মা ইসলামের মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ ও দোয়ার আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published.