কসবায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনে সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠান

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ “স্বয়ং সম্পূর্ণ মাছে দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ”-এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কসবা উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর আয়োজিত সপ্তাহব্যাপী নানা অনুষ্ঠানাদির মধ্য দিয়ে পালনে বিস্তারিত কর্মসূচী গ্রহন করা হয়েছে। কর্মসূচীর অংশ হিসেবে গতকাল বুধবার (১৮ জুলাই) সকালে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে কসবা প্রেসক্লাব সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় কসবা প্রেসক্লাব সভাপতি মোঃ সোলেমান খান, সাধারন সম্পাদক নেপাল চন্দ্র সাহা, সহ-সাধারন সম্পাদক মোঃ সোহরাব হোসেন, দপ্তর সম্পাদক মোঃ রুবেল আহমেদ ও সদস্য ভজন শংকর আচার্য উপস্থিত ছিলেন।এ সময় বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপজেলা মৎস্য কর্মকর্তা দেওয়ান মোঃ নজরুল ইসলাম। তাছাড়া অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে: উপজেলার বিভিন্ন স্থানে মাইকিং এর মাধ্যমে প্রচারণা, ব্যানার ফেস্টুন সহযোগে সড়ক র‌্যালি, উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা, মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি বিষয়ে আলোচনা সভা ও প্রামান্য চিত্র প্রদর্শন, ফরমালিন বিরোধী অভিযান ও মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা, মৎস্য চাষ বিষয়ক আলোচনা ও প্রামান্য চিত্র প্রদর্শন, হাটবাজার ও জনবহুল স্থানে মৎস্যচাষ বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা ও প্রামান্য চিত্র প্রদর্শন, জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৮ মূল্যায়ন পুরষ্কার বিতরন ও সমাপনি অনুষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published.