শেখ কামাল॥ ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম ১৭ জুলাই মঙ্গলবার পৌর সদরের আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদরাসার সহযোগী প্রতিষ্ঠান আড়াইবাড়ী সাঈদীয়া এতিমখানার ছাত্রদের মাঝে খাদ্য সামগ্রী বিস্কুট, টুথ পেস্ট, প্রসাধনী সামগ্রী ক্রিম, পাউডার ও অনেকগুলি কলার ছড়ি বিতরণ করেন। এতে শিক্ষার্থীরা খুবই আনন্দিত হয়। তিনি প্রতিনিয়ত এতিম শিশুদেরকে ফল-ফলাদি, ইলিশ মাছ, কলার ছড়ি, শুকনো খাবার, চানাচুর, চিপসসহ অনেক সুস্বাদু খাবার নিজ হাতে ও প্রতিনিধির মাধ্যমে পাঠিয়ে থাকেন। নিজ সন্তানদের নিয়ে এতিম শিশুদের সৌজন্যে খাবার বিতরণ করেছেন। শিশুরা প্রাণ খোলে তাঁদের জন্য দোয়া করেন।