নিজস্ব সংবাদদাতা॥ ২০০৮ সালে দিনবদলের বার্তা দিয়ে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে ক্ষমতায় আসে বাংলাদেশ আওয়ামী লীগ। তথ্যপ্রযুক্তির বৈপ্লবিক পরিবর্তনে ‘ডিজিটাল বাংলাদেশ’ এখন বাস্তবতা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ বর্তমানে প্রযুক্তি বিশ্বের তথ্যপ্রযুক্তির গন্তব্য হিসেবে পরিণত হয়েছে। আওয়ামী লীগ সরকার আইসিটিকে টেকসই উন্নয়ন বাস্তবায়নের হাতিয়ারে পরিণত করেছে। আইসিটি খাতে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে সরকার কর্মসংস্থানের এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।
সম্প্রতি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে আউটসোর্সিংয়ের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান বিশ্বে দ্বিতীয়। পেশাদার আউটসোর্সিং প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনবল গড়ে তুলছে সরকার। এরই মধ্য ১১ হাজার ২৯০ জনের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
বাংলাদেশে বিজনেস প্রসেস আউটসোর্সিং বা বিপিও খাতে বর্তমানে প্রায় ৪০ হাজার বাংলাদেশি কাজ করছেন। যারা বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে নিয়ে আসছে। ২০১৮ সালে বাংলাদেশে মোবাইল গ্রাহক সংখ্যা ১৫ কোটি ছাড়িয়েছে। ২০০৮ সালে এই সংখ্যা ছিল মাত্র ২ কোটি।
বর্তমানে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৮ কোটি ৬০ লাখ ছাড়িয়েছে। এমন ধারা অব্যাহত থাকলে ২০২০ সালে বিশ্বের দশম বৃহত্তম ইন্টারনেট ব্যবহারকারী দেশে পরিণত বাংলাদেশ।
১৯৭ টি উপজেলায় ই-সেন্টার, গ্রামীণ এলাকার পোস্ট অফিস এবং ২৫৪টি কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্রের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, কৃষি, জন্ম নিবন্ধন, সামাজিক সুরক্ষা ভাতার মত সেবা পাচ্ছে মানুষ।
শুধু তাই নয়, যেকোন ধরনের সেবা সহজ করতে ৬৪টি জেলা প্রশাসকের দফতর, ২৪০টি সরকারি বিভাগ, ৫৮ টি মন্ত্রণালয় এবং প্রায় ১৮ হাজার ৪৩৪টি সরকারি কার্যালয়কে নিয়ে আসা হয়েছে সমন্বিত নেটওয়ার্কের আওতায়।
নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ দিতে সারা দেশে প্রায় ৮ হাজার কিলোমিটার অপটিকাল ফাইবার কেবল স্থাপন করা হয়েছে। আর সম্প্রতি মহাকাশে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপণের মধ্যে দিয়ে ডিজিটাল বাংলাদেশ পৌঁছে গেছে এক অনন্য উচ্চতায়।