ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মনবাড়িয়া) প্রতিনিধি ॥ গতকাল বুধবার (১৮ জুলাই) সকালে কসবা উপজেলা প্রশাসন ও উপজেলা বন বিভাগের উদ্যোগে জাতীয় বৃক্ষরোপন কর্মসূচি ও মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহিদদের স্বরণে ৩০ লক্ষ বৃক্ষ চারা রোপন জাতীয় কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় বদিউল আলম সায়েন্স এন্ড টেকনোলজি ইন্সটিউট প্রাঙ্গনে বৃক্ষের চারা রোপন করে আনুষ্ঠানিকভাবে জাতীয় বৃক্ষরোপন কর্মসূচির উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম। এ সময় সহকারী কমিশনার (ভূমি) জোবাইদা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাফর আহমেদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রমেন কুমার সাহা, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন ভূইয়া, উপজেলা ফরেষ্টার বলাই চন্দ্র নাহা, কসবা প্রেসক্লাব সভাপতি মোঃ সোলেমান খান, সাধারন সম্পাদক নেপাল চন্দ্র সাহা, কসবা মহিলা ডিগ্রি কলেজ অধ্যাক্ষ মোঃ তসলিম মিয়া ও কসবা পৌর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু ইউছুফ ভূইয়া। উল্লেখ্য উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ২৩৭ টি প্রতিষ্ঠানের প্রতিটি প্রতিষ্ঠানে ৫০ টি করে মোট ১১ হাজার ৮শ ৫০ টি বৃক্ষের চারা রোপন করা হয়।