ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মনবাড়িয়া) প্রতিনিধি ॥ “স্বয়ংসম্পূর্ণ মাছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ”- এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার (১৯ জুলাই) সকালে কসবা উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী দিনে র্যালী, উপজেলা পরিষদ পুকুরে পোনামাছ অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্টিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বেধনী অনুষ্ঠানে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) জোবাইদা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট মোঃআনিসুল হক ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন: উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন সুলতানা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রমেন কুমার সাহা, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ জসীম উদ্দিন ভূইয়া ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটিরসাধারন সম্পাদক মুন্সি রুহুল আমিন টিটু। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা দেওয়ান মোঃ নজরুল ইসলাম। কসবা প্রেসক্লাব সাধারন সম্পাদক নেপাল চন্দ্র সাহার সঞ্চালনায় বক্তব্য রাখেন মৎস্য সম্প্রসারন কর্মকর্তা মোঃ মশিউর রহমান ও কসবা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মনির হোসেন আখন্দ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, মৎস্যচাষী, মৎস্যজীবি, শিক্ষক সাংবাদিক সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।