কক্সবাজার প্রতিনিধি॥ সারাদেশ ব্যাপি চলমান মাদকবিরোধী অভিযানের মুখে নিত্য নতুন কৌশলে মাদক পাচার করছে মাদক পাচারকারীরা। একই সাথে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীও পাচারকারীদের এসব কৌশল ধরতে আরো তৎপর হয়েছে৷ এরই ধারাবাহিকতায় গতকাল চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল ল্যাপটপ ব্যাগের ভেতরে করে ইয়াবা পাচারের সময় তিনজনকে গ্রেপ্তার করেছে ।
গ্রেপ্তারকৃতরা হলেন, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার আফতার মিয়া ওরফে আরিফ (৫৯) ও মো. আল আমীন (৩২) এবং খুলনার ডুমুরিয়ার নীহার রঞ্জন মালিক (৩৫)। তাদের কাছ থেকে ১৬ লক্ষাধিক টাকা মূল্যের সাড়ে পাঁচ হাজার ইয়াবা উদ্ধার করা হয়৷
গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (পশ্চিম) মইনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমাদের ডিপি পুলিশের টিম সোমবার রাতে চট্টগ্রাম নগরিত কোতয়ালী থানার ফিরিঙ্গিবাজার ব্রিজঘাট এলাকা থেকে ওই তিনজনকে আটক করে। আটককৃতদের মধ্যে আল আমীন ও নীহার নামের দুই পাচারকারীর পকেট থেকে ৮০০ ও ৬০০ পিস ইয়াবা পাওয়া যায়। পরে অপর পাচারকারী আফতাবের সঙ্গে থাকা ল্যাপটপ ব্যাগ তল্লাশি করে ব্যাগের ভেতরের প্রটেক্টরে কৌশলে ইয়াবা সাজিয়ে রাখা চার হাজার ইয়াবা পাওয়া যায়।
ডিবি পুলিশের এসআই মোঃ মমিনুল হাসানের নেতৃত্বে এই অভিযানে গ্রেফতারকৃত মাদক পাচারকারীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের এক এনজিও কর্মীর কাছ থেকে তারা এসব ইয়াবা সংগ্রহ করে নিজেদের এলাকায় নিয়ে যাচ্ছিল। ইতিপূর্বেও এই চক্রটি এভাবে ইয়াবা পাচার করেছে বলে জানিয়েছে পুলিশ৷
এ ঘটনায় কোতোয়ালি থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে।