‘প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা আনা হচ্ছে’

প্রশান্তি ডেক্স॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, দেশের বিভিন্ন জায়গায় আবাসনের ব্যবস্থা করার পাশাপাশি প্রশাসনকে স্বচ্ছতা ও জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে। clean admin start pm
গত সোমবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জনপ্রশাসন মন্ত্রণালয় আয়োজিত জাতীয় জনপ্রশাসন পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জাতিসংঘের নির্দেশনা অনুযায়ী সিভিল সার্ভিস ডে উপলক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রতিবছর এ অনুষ্ঠানের আয়োজন করে।
প্রধানমন্ত্রী বলেন, ‘প্রতিযোগিতামূলক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য উদ্ভাবনী শক্তি কাজে লাগাতে হবে। বিদেশ থেকে ডিগ্রি অর্জন করে শুধু নিজের জন্য না; দেশের কাজে, মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে। ’ এ সময় সৃজনশীল কাজের মাধ্যমে সরকারি কর্মকর্তাদের জনসেবার মান বাড়ানোর নির্দেশ দেন তিনি।
এ বছর জনসেবায় অনন্য অবদানের জন্য ৩৯ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠানকে জনপ্রশাসন পদক দেওয়া হয়। টিভি থেকে নেওয়া।

Leave a Reply

Your email address will not be published.