এইচএসসির ফলাফলে সেরা খালিয়াজুরীর কৃষ্ণপুর হাজী আলী আকবর ডিগ্রী কলেজ

খালিয়াজুরী প্রতিনিধি কবির হোসেনঃ গত ১৯ জুলাই ২০১৮ বেলা ১.৩০ ঘটিকায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার বহুল প্রতিক্ষীত ফলাফল প্রকাশিত হয়। শিক্ষার্থীরা অধির আগ্রহে বসেছিলো ফলাফলের জন্য। haliajury schoolনেত্রকোনা জেলার খালিায়াজুরী উপজেলায় দু’টি কলেজ। কৃষ্ণপুর হাজী আলী আকবর ডিগ্রী কলেজটি বরাবরের মতো এবারো ভালো ফল করেছে। ফলাফল বিশ্লেষন করে দেখা যায়, ২০১৮ সালের এইচএসসি পরীক্ষায় মোট ২৪২ জন পরীক্ষায় অংশ গ্রহন করে। মানবিকে পাশ করে ১৭৬ জন, বিজ্ঞানে ৪ জন, ব্যবসায় শিক্ষা থেকে ৯ জন সর্বমোট মোট ১৮৯ কৃতকার্য হয়। মোট অকৃতকার্য ৫৫ জন। পাশের হার ৭৮.১০ শতাংশ। এ থাকলেও এ+ ধারী কোন শিক্ষার্থী নেই।
কলেজের শিক্ষকদের সাথে কথা বলে জানা যায়, কলেজটির উদ্দ্যেগতা বর্তমান সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রনালয়ের মন্ত্রী মোস্তাফা জব্বার। কলেজ গভর্নিং বডির অন্যতম সদস্য মোস্তাফা জব্বাররে ছোট ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম কিবরিয়া জব্বারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে কলেজটি পরিচালিত হচ্ছে। তিনি অত্র এলাকার একজন বিশিষ্ট শিক্ষানুরাগী। ফলাফল ভালো করার পেছনে তিনি সহ কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, উপাধ্যক্ষ নাজিম উদ্দিন সরকার ও শিক্ষকদের বিশাল আত্ম নিয়োগ রয়েছে। শিক্ষার্ক্ষী উপস্থিতি, সঠিক ভাবে ক্লাস হচ্ছে কি না সর্বদা মনিটরিং হচ্ছে। তাই প্রতি বছরই কলেজটি ভালো ফলাফল করে আসছে। জেলার বেসরকারী কলেজ গুলোর মধ্যে অন্যতম সেরা কলেজ এটি।শুধু তাই নয়! কলেজটি সরকারি করণের তালিকায় রয়েছে এবং ডিড অফ গিফ্ট সম্পন্ন হয়েছে। যে কোন মুহুর্তে সরকারী গেজেট জারি হবে বলে জানা যায়।
উপজেলার খালিয়াজুরী কলেজের ফলাফল বিশ্লেষনে দেখা যায়, মোট ৫৮ জন পরীক্ষায় অংশ গ্রহন করে। মানবিকে পাশ করে ২১ জন, ব্যবসায় শিক্ষা থেকে ৪ জন সর্বমোট মোট ২৫ কৃতকার্য হয়। মোট অকৃতকার্য ৩৩ জন। পাশের হার ৭৪৬.৩০ শতাংশ। বিগত বছর ভালো ফলাফল করলেও বর্তমান বছরের এইচএসসি পরীক্ষায় ফল বিপর্যয় নেমে আসে। এ বিষয়ে কথা বলার জন্য কোন শিক্সকের সাথে যোগাযোগ করা যায়নি।

Leave a Reply

Your email address will not be published.