ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) থেকে ॥ চুরির দায়ে সাজা প্রাপ্ত খালেদা জিয়া কারাগারে। খালেদা জিয়া কারাগারে অসুস্থ্য নয়, আদালতে না আসার জন্য অসুস্থ্যতার নাটক করছেন। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা সোনার বাংলা সিরাজুল হক উচ্চ বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে গতকাল শুক্রবার বিকালে প্রধান অতিথি হিসাবে স্থানীয় সাংসদ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট আনিসুল হক এ কথা বলেছেন। তিনি বলেন; খালদা জিয়ার বানানো সেনা প্রধান মইন-ইউ আহাম্মদই তাঁর বিরুদ্ধে মামলা করেছে। সেই মামলায় সাজা হয়েছে।
আইন মন্ত্রী আনিসুল হক এর পিতা প্রখ্যাত আইনজীবি, আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও সাবেক সাংসদ প্রয়াত সিরাজুল হকের নামে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়েছে। এ উপলক্ষে বিদ্যালয়ের মাঠে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বায়েক ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মো. মনিরুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন; কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আনিছুল হক ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক রাশেদুল কাউছার ভূইয়া, এম.জি হাক্কানী, রুহুল আমিন ভূইয়া, কসবা পৌরসভার মেয়র এমরান উদ্দিন, কসবা প্রেসক্লাব সভাপতি মো. সোলেমান খান, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ সদস্য মোশাররফ হোসেন ইকবাল, কসবা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. মনির হোসেন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন; বায়েক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল-মামুন, সাবেক ইউপি চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন, বিদ্যালয় প্রতিষ্ঠা বাস্তবায়ন কমিটির আহবায়ক মো. শাহজাহান, বায়েক ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক মো. আবদুল কুদ্দুছ, আওয়ামী লীগ নেতা নুরুন্নবী প্রমুখ।
মন্ত্রী আনিসুল হক বলেন; বিগত বিএনপি সরকারের আমলে সারা দেশে ৬৩ জেলায় এক সাথে বোমা হামলা, ১০ ট্রাক অস্ত্র আমদানী এবং ২১ আগষ্ট গ্রেনেড হামলা করে এদেশে সন্ত্রাসী রাজত্ব কায়েম করতে চেয়েছিল। কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে দেশ উন্নতি হচ্ছে। আওয়ামী লীগকে ভোট দিলে মানুষ শান্তিতে বসবাস করে এবং দেশের উন্নতি হয়। মন্ত্রী বলেন; বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মধ্যম আয়ের দেশ হিসাবে স্বীকৃতি পেয়েছে। নারীর ক্ষমতায়ন ও দেশ পরিচালনায় শেখ হাসিনা সারা বিশ্বের এখন রোল মডেল। মন্ত্রী বলেন; খালেদা জিয়ার দুই ছেলে এতিমে টাকা মেরেছে।
অনুষ্ঠান স্থলে আসার পূর্বে পথিমধ্যে কৈখলায় রাবেয়া মান্নান বালিকা উচ্চ বিদ্যালয়ে আইনমন্ত্রীর বড় বোন সায়মা ইসলাম মীনা ও ছোট ভাই আরিফুল হকের মৃত্যুতে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ফেরদৌস ভুইয়ার সভাপতিত্বে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। সেখানে আইনমন্ত্রী আনিসুল হক অংশগ্রহণ করেন এবং বিদ্যালয়ের উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করেন।