প্রশান্তি ডেক্স॥ যেসব আইনজীবী মাদকের জামিনে সহযোগিতা করছে তাদের তালিকা করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
গত রবিবার (১জুলাই) বেলা সাড়ে ১১টায় হলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহত দুই পুলিশ সদস্যের স্মরণে ‘দীপ্ত শপথ’ নামে একটি ভাস্কর্য উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, প্রধানমন্ত্রীর ডাকে জঙ্গির মতো মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা হয়েছে। যারা মাদক সেবনকারী ও ব্যবসায়ীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে এবং যারা মাদক ব্যবসায়ীদের আদালত থেকে জামিনে বের করে নিয়ে আসে, তাদের তথ্য সংগ্রহ করা হচ্ছে।
বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে জানিয়ে তিনি বলেন, আমরা মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছি। কোনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মাদকের সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরও বলেন, ‘জঙ্গি তৎপরতা পুরোপুরি দমন করা সম্ভব নয়। তবে আমরা তাদের নেটওয়ার্ক ভেঙে দিয়েছি। জঙ্গি তৎপরতা দমনে ভাড়াটিয়াদের পরিচয়পত্র সংগ্রহ করা হয়েছে।’ পুলিশ কর্মকর্তা বনানী থানার তৎকালীন ওসি সালাউদ্দিন আহমেদ এবং ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ কমিশনার রবিউল ইসলাম স্মরণে গুলশানের ১১৫ নম্বর সড়কে এ ভাস্কর্যটি তৈরি করা হয়েছে। ভাস্কর্যটি নির্মান করেন মৃণাল হক।
গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনায় দায়ের করা মামলার চার্জশিট চলতি সপ্তাহে দেয়া হবে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘জঙ্গি নেটওয়ার্ক ভেঙে দিয়েছি, গুঁড়িয়ে দিয়েছি। তবে তা শেষ হয়েছে, বলা যাবে না। কারণ এটি একটি বৈশ্বিক সমস্যা।’ তিনি বলেন, ‘গোয়েন্দা ও কাউন্টার টেররিজম ইউনিটসহ পুলিশ সদস্যরা জঙ্গি দমনে সর্বদা প্রস্তুত রয়েছে। বাংলাদেশে কোনো ধরনের উগ্রবাদের ঠাঁই হবে না।