ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের রামপুর উচ্চ বিদ্যালয়ে গতকাল বৃহস্পতিবার সকালে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সেকেন্ডারী এডুকেশন স্টাইপেন্ড প্রজেক্ট দ্বিতীয় পর্যায়ের প্রকল্পের উদ্যোগে উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এ সমাবেশের আয়োজন করেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. তাজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাফর আহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো. মাসুদ আলম চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু আক্কাছ আলী।
সমাবেশে বক্তারা বলেন; মা সচেতন হলে সন্তান ভাল হবে এবং সুশিক্ষায় শিক্ষিত হবে। মা সচেতন হলে সন্তান কখনো বিপথগামী হবেনা। প্রত্যেক শিক্ষার্থীর ব্যক্তিগত উন্নয়নে মায়ের ভূমিকা অনস্বীকার্য।