কসবায় ঘুর্নিঝড়ে ক্ষতিগ্রস্থ’দের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করলেন আইনমন্ত্রী

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গত (১৪ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসন আয়োজিত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের অধীনে পুনর্বাসনের লক্ষ্যে ঘুর্নিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও গৃহনির্মানের জন্য আর্থিক সহায়তা বাবদ নগদ অর্থ প্রদান করা হয়। উপজেলায় ঘুর্নিঝড়ে ক্ষতিগ্রস্থ ৮৬ টি পরিবার ও ১৩ প্রতিষ্ঠানের মাঝে ২৩০ বান্ডিল ঢেউটিন ও গৃহনির্মান বাবদ নগদ ৬ লাখ ৯০ হাজার টাকা প্রদান করা হয়।kasbai deu tin betoron
উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলামের সভাপতিত্বে বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি। তিনি নিজ হাতে ঘুর্নিঝড়ে ক্ষতিগ্রস্থ’দের মাঝে ঢেউটিন ও নগদ চেক বিতরন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: উপজেলা চেয়ারম্যান এডভোকেট আনিসুল হক ভূইয়া, উপজেলা আওয়ামী লীগ যুগ্ন আহ্বায়ক এমজি হাক্কানী, আইনমন্ত্রীর এপিএস ও উপজেলা আওয়ামী লীগ যুগ্ন-আহ্বায়ক এডভোকেট রাশেদুল কাউসার ভূইয়া জীবন, যুগ্ন-আহ্বায়ক কাজী মো.আজহারুল ইসলাম রুহুল আমিন ভূইয়া বকুল, ভাইস চেয়ারম্যান শাহীন সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাপস চক্রবর্তী, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো.মনির হোসেন, সাধারন সম্পাদক আফজাল হোসেন রিমন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী বলেন; আমি অভিভূত কসবা উপজেলা প্রশাসনের সাথে রাজনৈতিক নেতৃবৃন্দের চমৎকার একটি সুসম্পর্ক রয়েছে । তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখার ব্যাপারে সকল মহলের আন্তরিক সহযোগীতা কামনা করেন। পরে মন্ত্রী মৎস্য অধিদপ্তরের রাজস্ব ফান্ডের আওতায় প্রতিষ্ঠানিক জলাশয় উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published.