ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত মঙ্গলবার (১৪ আগস্ট) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সিডিসি স্কুল আলোচনা সভা, মিলাদ, মেধাবী ছাত্র-ছাত্রীদের সনদপত্র ও মেধাবৃত্তি প্রদান করেছে। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো. সোলেমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহীন সুলতানা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন; সহ-প্রধান শিক্ষক সন্ধ্যা রাণী সাহা, বিদ্যালয় সমন্বয়কারী তাছলিমা আক্তার কাকলী, সিডিসি কাব স্কাউট সম্পাদক সাংবাদিক মো. অলিউল্লাহ সরকার অতুল, জাকির হোসেন, সাংবাদিক মো. রুবেল আহমেদ, ভজন শংকর আচার্য্য। মিলাদ পরিচালনা করেন কসবা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবদুল হান্নান। অনুষ্ঠানে ৬২ জন ছাত্র-ছাত্রীকে মেধাবৃত্তি ও সনদপত্র দেয়া হয়।