ট্রাফিক পুলিশের প্রশংসায় পঞ্চমুখ সবাই

প্রশান্তি ডেক্স॥ গত শনিবার, আগস্ট ১১, ২০১৮ ১০:১৩ অপরাহ্ণ; পুলিশ ঘুষ নেয় না, ট্রাফিক পুলিশের কার্যক্রম আমাকে আবারো উৎসাহ দিল যে আসলে সবাই যদি এইরকম ওনার মত সঠিক আইন প্রয়োগ করতো তাহলে আমাদের পুলিশ বাহিনী জনগনের কাছে সবচেয়ে বেশি সম্মানের শিখরে থাকতো।trafic police active
তাহলে এবার আসা যাক মুল ঘটনায়, ফার্মগেট থেকে জজ কোটের দিকে আসছিলাম হটাত দেখলাম ট্রাফিক পুলিশ বিহঙ্গ নামক একটি গার্ড়ি দাঁড়া করালো এবং তার সকল কাগজ পত্র দেখাতে বললো, এদিক থেকে ড্রাইভার বাবু জোর গলায় বলতে লাগলো, আমার লাইসেন্স এবং গাড়ির কাগজপত্র ঠিক আছে!
এই দেখেন আমার সকল কাগজপত্র ট্রাফিক পুলিশ সবকিছু দেখলেন এরপর বলেন আপনার গাড়ির লুকিং গ্লাস ভাঙ্গা কেন? ড্রাইভার বাবু আচমকা হয়ে এদিক অইদিক তাকাতে লাগলেন এরপর হটাত করে পুলিশকে ৫০০ টাকার একটি চকচকে নোট ধরিয়ে দিতে চাইলো, ট্রাফি পুলিশ তার সাথে একটু রাগন্বিত হয়ে বললেন, এই যে টাকাটা আপনার পকেটে-ই রাখেন। এরপর পুলিশ তাকে তার লুকিং গ্লাস স্পট থাকার কারনে ড্রাইভার এর নামে ২৫০ টাকার একটি মামলা দিলেন এবং তাকে কিছু উপদেশ দিয়ে দিয়ে বললেন, দেখো আজকে তোমার এই লুকিং গ্লাসের প্রবলেমের কারনেও কিন্তু দূর্ঘটনা ঘটে যেতে পারে। সুতরাং সব দিক থেকে সতর্ক থেকে নিজেকে বাঁচাও অন্যদেরকেও বাঁচার সুযোগ দাও। এরপর কিছু লোক এই ঘটনা দেখে পুলিশ কে উদ্দ্যেশ করে বলতে লাগলেন পুলিশ তোমায় স্যালুট আইনের শাসন বাস্তবায়নের জন্য।
আসলে আমরা যদি বদলে যাই তবে বদলে যাবে বাংলাদেশ । আমার মনে হয় এখন সময় আসছে, যারা ঘুষ দিতে চাইবে তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসা । পুলিশের এই ধরণের কার্যক্রমকে আমরা উৎসাহিত করি ।
এটাও স্বীকার করতে হবে আমাদের ছোট্ট মনিদের আন্দোলন অনেক প্রভাব ফেলছে সমাজে । এখন আমাদেরকে এই জাগরণ থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার সময় । জয় তরুন্য। জয় সততার।

Leave a Reply

Your email address will not be published.