তাজুল ইসলাম॥ গত শুক্রবার (১৭ আগষ্ট) তেজগাঁও সরকারি শিশু পরিবারে অবহেলিত ও সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে নগদ টাকা ও বিছানা পত্র দিচ্ছেন মাননীয় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট আনিছুল হক। শিশুসুলভ চরিত্রের হাস্যোজ্বল মানুষ নির্মল আনন্দ ও ভালবাসা প্রদর্শন করেছেন ঐ শিুশুদের নিজ হাতে খাইয়ে দিয়ে। তার এই ভালবাসা পেয়ে যাচ্ছে সারা দেশের ন্যায় কসবা ও আখাউড়ার সর্বস্তরের জনগন। তিনি দল মতের উদ্ধে থেকে সকলের সেবায় ব্রত রয়েছেন আর সেই সুযোগ এবং ভালবাসার টানেই কসবা ও আখাউড়ার মানুষ আজ তাঁর ছায়াতলে ঐক্যবদ্ধ। আগামী দিনের নির্বাচনই নয়; যে কোন প্রয়োজনে ঐ ঐক্যবদ্ধ জনগণ দেশের কল্যাণের তরে এগিয়ে আসবে এবং এগিয়ে নিয়ে যাবে চলমান উন্নয়ন ধারাবাহিকতাকে।
আসন্ন ঈদে দেশবাসীসহ নিজ জন্মস্থান ও নির্বাচনী এলাকার সকলকে অগ্রীম ঈদ মোবারক। ঈদের শুভেচ্ছা রইল সকলের প্রতি। আপনাদের ঈদ আনন্দে আমিও সামিল হয়ে সুখে দু:খে পাশে থাকার অঙ্গিকারাবদ্ধ থাকতে চাই। জয় হউক আমাদের ঐক্যের পথ চলায়। সুনিশ্চিত হউক আমাদের জীবন জীবিকা নির্বাহে। আমাদের ঐক্যের পথচলা হউক নিবিঘ্নে। সবাই ভাল থেকে এগিয়ে যান স্ব স্ব লক্ষ্য পুরণের চুড়ান্ত চূড়ায়।
এই মহান ব্যক্তিটির অগ্রগামীতায় কসবা আখাউড়ার জনগণ এবং বাংলাদেশের একমাত্র ভরসারস্থল মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা। জয় হউক সকলের, উন্নয়ন হউক বাংলাদেশের।