হলদে পাখি

হলদে পাখি
মোস্তাফিজুর রহমান
হলদে পাখি, হলদে পাখি
ডালিম গাছের শাখায় বসে
করছো কেন ডাকাডাকি
বল, কোথায় তোমার বাসা?
তোমার বাসা দেখতে আমার মনে বড় আশা।
আসে কুটুম মোদের ঘরে “কুটুম কুটুম ডাকি।
তাইতো তোমার আরেক নাম কুটুম ডাক পাখি।
দেহখানা কি চমৎকার! হলুদ দিয়ে গড়া
তুমি যেন গাঁয়ের বধু হলুদ শাড়ি পরা।
ঠোঁটটি তোমার কতই লাল, আহা মরি মরি!
তুমি হলে গাছের শাখায় হলুদ বরণ পরী।

Leave a Reply

Your email address will not be published.