মাওলানা আবু ইউছুফ সাবেরী (র.) এর ইন্তেকাল
শেখ মো. কামাল উদ্দিন, উপজেলা সংবাদদাতা, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা । । ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার রানীখার মৌলভী বাড়ীর হযরত মাওলানা মুহাম্মদ আবু ইউছুফ সাবেরী পীর সাহেব (৭২) গত ২১ আগস্ট দিবাগত পবিত্র ঈদুল আযহার পূর্ব রাতে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি নবীনগর উপজেলার কাইতলা ঈদগাহে ইমামতির মাধ্যমে ঈদুল আযহার নামায আদায়ের জন্য ওই এলাকায় ২১ আগস্ট রাতে অবস্থান করেন। হঠাৎ তার বুক ব্যথায় অসুস্থ হয়ে পড়েন এবং তাৎক্ষণিকভাবে তিনি ইন্তেকাল করেন। পরে তার আত্মীয় স্বজন জানতে পেরে আখাউড়া উপজেলার রানীখার মৌলভী বাড়ীতে নিয়ে আসেন। পরদিন ২২ আগস্ট ২০১৮ বুধবার পবিত্র ঈদুল আযহার নামায আদায়ের পর বাদ আসর রাণীখার ঈদগাহে তাঁর বড় জামাতা কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদরাসার অধ্যক্ষ হযরত মাওলানা মোহাম্মদ আবদুল মতিন সাহেবের ইমামতিতে নামাযে জানাযা আদায় করা হয়। তার পিতা হযরত মাওলানা সাইদুর রহমান সাবেরী পীর সাহেব (র.) এর মাজারের পাশে তাঁকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ৫ কন্যা জামাতাসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন। তার দ্বিতীয় ছেলে ফেনী জেলা আনসার এডজুডেন্ট মোস্তাক আহমাদ মরহুমের জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন।