কসবা সীমান্তে বাংলাদেশী এক যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রা‏হ্মণবাড়িয়ার কসবা সীমান্তে সাকির আহাম্মদ (২৫) নামের বাংলাদেশী এক যুবককে গত বৃহস্পতিবার বিকালে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ওইদিনই অবৈধ ভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করায় ভারতীয় এক নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় গত শুক্রবার সকালে কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে; কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া গ্রামের রুক্কু মিয়ার ছেলে সাকির আহাম্মদ (২৫)কে গত বৃহস্পতিবার বিকালে ভারত-বাংলাদেশ সীমান্তের ২০৪৯ পিলারের কাছ থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ধরে নিয়ে যায়। বিএসএফ অভিযোগ করছেন সাকির আহাম্মদ অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে এবং গরু চোরাচালান চক্রের সদস্য। তাকে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করে বিএসএফ। এদিকে গত বৃহস্পতিবার বিকালে ভারতের ত্রিপুরা রাজ্যের সোনারগাওঁ এলাকার (ভারত অংশের) পুটিয়া গ্রামের আলমগীর মিয়ার ছেলে হৃদয় মিয়া (২০) অবৈধ ভাবে ওই সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করলে বিজিবি তাকে অনুপ্রবেশের অপরাধে আটক করেন। এ ঘটনায় গত শুক্রবার ওই সীমান্তে ভারত-বাংলাদেশ বিএসএফ-বিজিব কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিয়েছেন সালদানদী বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার নায়েব সুবেদার সফিক।
৬০ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্ণেল মো. জাহিদুর রহমান বলেন; ভারতীয় বিএসএফ অধিনায়ক জানিয়েছেন অবৈধভাবে ভারতে প্রবেশ করায় সাকির আহাম্মদকে বিএসএফ আটক করেছেন। বিএসএফ’র দাবী সাকির অবৈধভাবে গরু পাচারের কাজে জড়িত। তাকে ভারতীয় পুলিশের কাছে সোপর্দ করেছেন বিএসএফএফ। অন্যদিকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করায় হৃদয় নামে ভারতীয় একজন নাগরিককেও আটক করেছে বিজিবি। তাকে পুলিশে সোর্পদ করা হয়েছে। এ নিয়ে দুই দেশের কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.