সর্বনিম্ন কলরেট ১০ পয়সা করার দাবি

call rate 2 takaআনোয়ার হোসেন। । কলরেট বাড়িয়ে, নানা প্যাকেজের ‘ফাঁদে’ বা ভিওআইপি ব্যবসার ফাঁকে মোবাইল ফোন অপারেটররা বিদেশে প্রায় পাঁচ লাখ কোটি টাকা পাচার করেছে বলেও অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে।সর্বনিম্ন কলরেট কমানোর দাবি করলেও রাত ১০টা থেকে সকাল ছয়টা পর্যন্ত আট ঘণ্টা প্রতি মিনিট সর্বোচ্চ কল চার্জ ১ টাকা নির্ধারণের দাবিও জানায় জানিয়েছে সিটিজেন রাইটস মুভমেন্ট। প্রতি ১০ জিবি ইন্টারনেটের মূল্য ১০০ টাকা নির্ধারণের দাবিও জানিয়েছে তারা।
মার্গুব মোর্শেদ বলেন, ‘মোবাইল ফোনের কল চার্জ বিষয়ক গবেষণার জন্য বিটিআরসি এক সময় যুক্তরাষ্ট্রভিত্তিক প্রাইস ওয়াটার হাউজ কুপার্সকে।কিন্তু হাউজ কুপাসের‘সঠিক প্রতিবেদন’ প্রকাশিত হয়নি। আমাদের দেশের ন্যাশনাল অডিট হাউজই এই কাজ করতে পারবে। তারাই বের করতে পারবে কত টাকা ইনভেস্টমেন্ট হয়েছে, কত টাকাই বা দেশ থেকে বেরিয়ে গেছে। দরকার নেই হাউজ কুপাসের।ঢাকা টাইমস/১৮আগস্ট/বিইউ/ডবল্লিউবি

Leave a Reply

Your email address will not be published.