ভজন শংকর আচার্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাঠেরপুল-পানিয়ারূপ উপজেলা পরিষদ সড়কে গত সোমবার রাত ৮ টার দিকে ডাকাতিকালে ২ ডাকাতকে আটক করে স্থানীয় জনতা। রানিয়ারা সেতুর পাশে সিএনজি চালিত অটোরিক্সা থামিয়ে ডাকাতি করার চেষ্টাকালে যাত্রীদের আর্তচিৎকারে গ্রামবাসী ২ জন ডাকাতকে আটক করে। এ সময় পালিয়ে যায় আরো ৬/৭জন ডাকাত।
ঘটনার বিবরণে প্রকাশ; গত সোমবার (২৭ আগস্ট) রাত ৮টায় ওই সড়কে একটি সিএনজি চালিত আটোরিক্স গতিরোধ করে ৮/১০ জনের একটি ডাকাতদল। অটোরিক্সায় থাকা আমাদের সময়ের স্টাফ আবদুল জলিল ও তার পরিবার সহ যাত্রীদের মারধোর করে ডাকাতিকালে যাত্রীদের চিৎকারে পাশ্ববর্তি গ্রামগুলো থেকে জনতা ধাওয়া দিয়ে দু’জন ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করে। এরা হলো; কুটি গ্রামের নাজমুল (২২) ও সাজ্জাত (২৩)। অন্যান্য ডাকাতরা পালিয়ে যায়। বিলঘর গ্রামের কুটি ইউপি সদস্য রফিকুল ইসলাম জানান, কসবা থানা পুলিশকে ওই সময় বার বার ফোন দেয়া সত্ত্বেও তারা (পুলিশ) ফোনটি ধরেনি। পরে রাত সাড়ে আটটায় কসবা প্রেসক্লাব সভাপতি মো. সোলেমান খান ও কমিউনিটি পুলিশিং সভাপতি শফিকুল ইসলাম ভুইয়া এসপি সার্কেল আবদুল করিমকে জানালে রাত সাড়ে নয়টায় কসবা থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে। পরে সাব-ইন্সপেক্টর কামাল ধৃত ২ ডাকাতকে থানায় নিয়ে আসে।
আবদুল জলিল জানান, সিএনজি যোগে যাওয়ার পথে রানিয়ারা ব্রীজের নিকট ডাকাতদল সিএনজির গতিরোধ করে ডাকাতির চেষ্টা করলে চিৎকার শুরু করলে স্থানীয় জনতা তাদের দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।