সাগর রহিম॥ সারা শরীরের বিভিন্ন স্থানে চেপে ধরতো গরম লোহার শিক। যতক্ষণ না শরীরের মাংস পুড়ে ঝলসে শরীরের হাড় বেরিয়ে আসতো, ততক্ষণ পর্যন্ত গরম শিক চেপে ধরে রাখা হতো।
ধারালো চাকু দিয়ে শরীরের মাংস চিরে চিরে সেখানে মরিচের গুঁড়ো ছিটিয়ে দেয়া হতো।
সাঁড়াসি দিয়ে টেনে ছিঁড়ে ফেলা হতো শরীরের চামড়া, উলঙ্গ করে পায়ে দড়ি বেঁধে টাঙিয়ে চাবকে রক্তাক্ত করা ফেলা হতো সারা শরীর।
এখানে আটক ছিলেন বগুড়া কলেজের বিজ্ঞান বিভাগের প্রথম বষের ছাত্র ‘ফারুক’। গরম শিক চেপে ধরে ধরে তার সারা শরীরের চামড়া উঠিয়ে দগদগে ঘা করে দিয়েছিল পাকিস্থানি নরপশুরা! সেই ঘা পঁচে গিয়ে তাতে পোকা হয়ে গিয়েছিল। সারা শরীরে ওর কিলবিল করতো পোকা। দূর্গন্ধে কেউ ওর কাছে যেত না। শেষদিকে মস্তিস্ক বিকৃতি হয়েছিল ফারুকের। একদিন পাকিস্থানিরা ওকে নিয়ে গিয়ে হত্যা করে।
৪০ জনের মত প্রথম শ্রেণীর কর্মকর্তাকে আটকে রেখে নৃশংস অত্যাচার করতো পাকিস্থানী সৈন্যরা। তাঁদের অনেককেই গুলি করে, পিটিয়ে বা বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যা করা হয়।
সেফ হাউসে মোট বন্দির সংখ্যা প্রায় ৪০০ জন। নতুন নতুন বন্দি ধরে আনতো, পুরোনো বন্দিদের অত্যাচার করে হত্যা করতো।
সেনাবাহিনীর ক্যাপ্টেন হামিদ, বিমানবাহিনীর ফ্লাইট সার্জেন্ট ভূইয়া, ফ্লাইট সার্জেন্ট তালুকদার, সার্জেন্ট হেদায়েতুল্লাহ, সার্জেন্ট শামসুল করিম, সিনিয়র টেকনিশিয়ান রউফ, সিরাজগঞ্জের এসডিও জনাব এ কে শামসুদ্দিন, ক্যাপ্টেন বাশার, মুক্তিযুদ্ধে আহত লেফটেন্যান্ট শমশের, ক্যাপ্টেন হুদা….. নাম জানা-অজানা কত শত রহস্য বাঙালিকে এই সেফ হাউসে পাকিস্থানী সৈন্যরা হত্যা করেছে তার কোন ইয়ত্তা নেই!
একদিন সেফ হাউসের করিডোরে চোখ বেঁধে, হাত পিছমোড়া করে বেধে বসিয়ে দিলো স্কোয়াড্রন লিডার হাবিবুর রহমানকে। করিডোর দিয়ে চলাচল করা পাকিস্থানীরা হাতের জলন্ত সিগারেট ঠেসে নেভাতে লাগলো হাবিবুরের মুখে, মাথায়! এ্যাসট্রে হিসাবে বসিয়ে রেখে অসংখ্যা সিগারেট নেভানোর এ নির্মম অত্যাচার চলে সারাদিন!
বুটের লাথি মেরে বুকের হাড্ডি ভেঙে দেয়া, লোহার রড দিয়ে পিটিয়ে হাত-পা-কোমরের হাড় ভেঙে দেয়া, বেধড়ক পিটুনি ছিল মামুলি অত্যাচার।
সেখানে ১২-১৩ বছরের বালক থেকে শুরু করে ৭০-৮০ বছরের বৃদ্ধদেরও একই পৈশাচিকতায় নির্যাতন করতো পাকিস্থানীরা।
৩০ লক্ষাধিক শহীদের রক্তের দাগ শুকায় নাই।
এ দেশ, এ জাতি ৭১ এ স্বজন হারানোর জ্বালা পুষে রাখবে আজীবন।
বরাবর, ঘৃন্য, নরপশু পাকিস্থানীদের কোন ক্ষমা নেই;
কোনদিন নয়!!