প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স্॥ বাঘের মিলনে ব্যাঘাত ঘটালেন যুবক, পরের কান্ড মারাত্মক ঘটনার সূত্রপাত কিছুদিন আগে। ভারতে রাজস্থানের রণথম্ভোর জাতীয় উদ্যান সংলগ্ন এলাকায় এমন ঘটনা ঘটে।
উদ্যানে বাঘ ও বাঘিনী মিলন দৃশ্য দেখতে ভিড় জমিয়েছেন গ্রামবাসীরা। হঠাৎ মিলনের সময় বাঘকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়াও হয়েছিল। তার পরিণামে বিরক্ত হয়ে এক যুবকের উপর হামলা চালাল রয়্যাল বেঙ্গল টাইগার। এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। মিলনে বিরক্ত করায় যুবকের উপর ঝাঁপিয়ে পড়ল বাঘ এমন খবর প্রকাশ করেছে ভারতীয় বেশ কিছু গণমাধ্যম।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী বন দফতরের কর্মীরা জানিয়েছেন, ‘গত ২১ অগস্ট রণথম্ভোর জাতীয় উদ্যান লাগোয়া এন্দা গ্রামের পাশে জাতীয় উদ্যানের এলাকার মধ্যেই একটি ঝোপের আড়ালে দুটি রয়্যাল বেঙ্গল টাইগার মিলনে রত হয়। সেই দৃশ্য দেখতে আশেপাশের গ্রামের লোকজন উদ্যানে ভিড় জমায়’।
গ্রামের লোকজন বাঘ ও বাঘিনীকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া শুরু করে। শেষ পর্যন্ত বিরক্ত হয়ে পাল্টা হামলা চালায় বাঘ। বাঘের হামলায় লোকজন পালাতে শুরু করে। কিন্তু দুর্ভাগ্যবশত সামনে পড়ে যান মোহন নামে এক যুবক। তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে বাঘ। এক পর্যায়ে গ্রামবাসীরা হইচই শুরু করলে বাঘটি ফিরে যায়। এমনই তথ্য জানিয়েছেন, রণথম্ভোর জাতীয় উদ্যানের বন দফতরের কর্মীরা।