ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার পরিদর্শক (তদন্ত) মৃনাল দেবনাথকে ২৪ ঘন্টার মধ্যে প্রত্যাহার ও শিশু ধর্ষনকারী সরু মিয়াকে গ্রেফতারের দাবী জানিয়েছে কসবা প্রেসক্লাব। অন্যথায় সাংবাদিকরা পুলিশের সকল সংবাদ বর্জন করবে। গত (২৮ আগষ্ট) দুপুর ১২টায় পৌর শহরের স্বাধীনতা চত্ত্বরে মৃনাল দেবনাথের অসৌজন্যমূলক আচরনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচীতে কসবা প্রেসক্লাব সভাপতি মো.সোলেমান খান এই ঘোষনা দেন।
কসবা প্রেসক্লাব সভাপতি মো.সোলেমান খানের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচীতে বক্তব্য রাখেন ; স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক, কসবা প্রেসক্লাব সদস্য ও কলাম লেখক আবদুল কাইয়ুম, ফ্রি ল্যান্সার অধ্যাপক আবদুর রকিব স্বপন, কসবা প্রেসক্লাব সহসভাপতি নাজমুল হক সজল, সাধারন সম্পাদক নেপাল চন্দ্র সাহা, সাবেক সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ টি.আলী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও সাংবাদিক একে আজাদ, সহ-সাধারন সম্পাদক মো.সোহরাব হোসেন, সাবেক সহসভাপতি ও জয়নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাংবাদিক আবদুল হান্নান, কসবা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক ও সাংবাদিক মুন্সি রুহুল আমিন টিটু, কসবা প্রেসক্লাব অর্থ সম্পাদক অলিউল্লাহ সরকার অতুল, দপ্তর সম্পাদক রুবেল আহমেদ, , সাংবাদিক বোরহান উদ্দিন, আলোক চিত্রি সাংবাদিক ও আমার সংবাদ প্রতিনিধি ভজন শংকর আচার্য্য, বিজয় টিভি জেলা প্রতিনিধি মো,আনোয়ার হোসেন উজ্জল ও অনলাইন টিভি সাংবাদিক উজ্জল হোসেন জীবন।
ঘটনার বিবরন: কয়েকদিন পূর্বে উপজেলার খাড়েরা গ্রামে ৩য় শ্রেনির এক শিশু ধর্ষিত হয়। এ ঘটনাটি মোটা অংকের বিনিময়ে ধামাচাপা দেয়ার জন্য সহযোগিতার অভিযোগ উঠে মৃনাল দেবনাথের বিরুদ্ধে। এ বিষয়টি নিয়ে গত সোমবার রাতে তার সাথে কথা বলার জন্য সাংবাদিকরা থানায় গেলে তাঁদের সাথে সে অসৌজন্যমূলক আচরন করেন। এ ঘটনার প্রতিবাদে কসবা প্রেসক্লাবের সকল সাংবাদিক গত দুপুরে উপজেলা সদরের স্বাধীনতা চত্ত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সভায় কর্মসূচী ঘোষনা করেন।