ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ “অনির্বান আগামী- এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) সকালে ব্রাহ্মণবাড়ি
য়া পল্লী বিদ্যুৎ সমিতি কসবা জোনাল অফিসের উদ্যোগে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ উদযাপন করা হয়। এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট আনিসুল হক ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন: উপজেলা আওয়ামী লীগ যুগ্ন-আহ্বায়ক এমজি হাক্কানী, কসবা প্রেসক্লাব সভাপতি মো.সোলেমান খান, সাধারন সম্পাদক নেপাল চন্দ্র সাহা, সহ-সাধারন সম্পাদক মো.সোহবার হোসেন, এজিএম মো.মিজানুর রহমান, পৌর কাউন্সিলর মো.আবু জাহের। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কসবা পল্লী বিদ্যুৎ অফিসের জোনাল ম্যানেজার মো.শাহাদত হোসেন।