প্রশান্তি ডেক্স॥ ক্ষমতা ভোগের বস্ত নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার। ক্ষমতা ভোগের বস্তু নয়, মানুষের সেবা করাই আমার একমাত্র লক্ষ্য।
গত বুধবার সকালে সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গোপালগঞ্জে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও ট্রেনিং ইনস্টিটিউট এবং ২০ জেলায় কমিউনিটি ভিশন সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, ‘ভোট দেওয়া না দেওয়া জনগণের অধিকার। কিন্তু জনগণের সেবা করেই যাবো। জনগণকে উন্নত জীবন দেব, খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করবো। রাজনৈতিক নেতা হিসেবে এটা আমাদের অঙ্গীকার। আর এই অঙ্গীকার আমাদের পূরণ করতে হবে। তিনি আরও বলেন, ‘ক্ষমতা আমার কাছে কোনো ভোগের বস্তু না, ক্ষমতা হচ্ছে দায়িত্ব পালন। কাজেই সেই দায়িত্বটাই পালন করতে চাই। আমি সব সময় মনে রাখি যে আমার বাবা দেশটাকে স্বাধীন করে দিয়ে গেছে, তাই জনগণের সেবা করাটা আমার প্রথম কর্তব্য।
চিকিৎসা সেবায় বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা নার্সদের ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি। পাশাপাশি চিকিৎসকদের ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি যাতে আরও উন্নতমানের চিকিৎসক তৈরি হয়। চিকিৎসা সেবা আরও উন্নতমানের হোক এটাই আমরা চাই। তিনি আরও বলেন, ‘আমাদের ছেলেমেয়েরা যাতে চিকিৎসা বিষয়ে পড়তে আগ্রহী হয় সেজন্য মেডিকেল কলেজ এবং মেডিকেল বিশ্ববিদ্যালয় তৈরি করা থেকে শুরু করে বিভিন্ন পদক্ষেপ আমরা ইতিমধ্যে নিয়েছি। বিদেশেও তাদের পাঠিয়ে ট্রেনিং করে নিয়ে এসেছি। প্রথমবার ক্ষমতায় এসে রেফারেল সিস্টেম চালু করার কথা জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, চিকিৎসার মান উন্নয়ন করার জন্য উপজেলা হাসপাতালগুলোর সংখ্যা বাড়ানো হয়েছে। সেখানে ওয়েব ক্যামেরা দেওয়া হবে যাতে অনলাইনে তারা চিকিৎসার বিষয়ে পরামর্শ নিতে পারে।
এ সময় প্রত্যেক জেলায় মেডিকেল কলেজের পাশাপাশি একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় করে দেওয়ার কথা জানান শেখ হাসিনা। তিনি বলেন, ‘চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে শুধু হাসপাতাল করে ছেড়ে দেওয়া নয়, বরং বিশেষজ্ঞ তৈরি করা, তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা, নার্সিংয়ের পাশাপাশি ডাক্তারদের ট্রেনিংয়ের ব্যবস্থা- সেভাবে উদ্যোগ নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। এ সময় চোখ, কান , নাক , দাঁত- সব বিষয়ে সচেতন থাকার কথা জানান প্রধানমন্ত্রী। প্রতিটি ক্ষেত্রেই যাতে বিশেষজ্ঞ তৈরি হয় সে ব্যাপারে উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।