জেগে উঠল মৃতদেহ, ভয়ে পালাল মানুষ

প্রশান্তি ডেক্স॥ সৎকারের জন্য মৃতদেহ নিয়ে যাওয়া হল শ্মশানঘাটে। সেখানে পৌঁছানোর পরই নড়ে উঠল মৃতদেহ। একেবারে উঠে সোজা হয়ে বসে পড়ল খাটে। তার পর আবার মারা গেল। গত শনিবার ভারতের হুগলি জেলার ত্রিবেণীর বৈকুণ্ঠপুর নামকjega Utlo dat bode এলাকায় বিস্ময়কর এ ঘটনাটি ঘটেছে। গত শনিবার সকালে কলকাতার এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় রেণুকা পাল নামে এক নারীর। ধর্মীয় রীতি অনুযায়ী মরদেহ পোড়াতে দুপুর ১টায় তার দেহ নিয়ে আসা হয় ত্রিবেণী শ্মশানঘাটে। আগেই কয়েকটি মরদেহ থাকায়, চুল্লির জন্য মরদেহ নিয়ে অপেক্ষা করতে থাকেন পরিবারের সদস্যরা। তখনই ঘটে অদ্ভুত এ ঘটনাটি।
শ্মশানঘাটে উপস্থিত সবার সামনেই উঠে বসেন রেণুকা। এদিক-ওদিক তাকান তিনি। এ দৃশ্য দেখার পরই হুলুস্থুল পড়ে যায় শ্মশানঘাটে। ভয়ে দৌড়ে পালাতে থাকেন উপস্থিত লোকজন। রেণুকা পালের পরিজনরা প্রথমে ভয় পেলেও পরে খুশিতে আত্মহারা হয়ে পড়েন।
তারা রেণুকা পালের হাত-পা ঘষা শুরু করে দেন। হাসপাতালে নিয়ে যেতে অ্যাম্বুলেন্স ডাকা হয়। কিন্তু একটু পরেই আবার নেতিয়ে পড়েন রেণুকা এবং মারা যান।

Leave a Reply

Your email address will not be published.