প্রশান্তি ডেক্স॥ দেশের তথ্যপ্রযুক্তি খাত থেকে সিআইপি (বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি) নির্বাচিত হয়েছেন ই-জেনারেশন গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআই পরিচালক শামীম আহসান। গত সোমবার রাজধানীর একটি হোটেলে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ তার হাতে সি আইপি কার্ড তুলে দেন। এ সময় এফবিসিসিআই সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন উপস্থিত ছিলেন। ব্যবসায় বিভিন্ন খাতে অবদান রাখায় ১৭৭ জনকে সিআইপি কার্ড দেয় সরকার। শামীম আহসান দেশের তথ্যপ্রযুক্তি খাতকে এগিয়ে নিতে এক দশক ধরে গুরুত্বপূর্ণ কাজ করছেন। তিনি যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিভিত্তিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান ফেনক্স ভেঞ্চার ক্যাপিটালের জেনারেল পার্টনার। সাবেক এই বেসিস সভাপতি অগ্রণী ব্যাংকের পরিচালক এবং ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইকুইটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ভিসিপিয়াব) চেয়ারম্যান। ই-জেনারেশন বন্টকচেইন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডাটা অ্যানালাইটিক্স, ন্যাচারাল ল্যাঙগুয়েজ প্রসেসিংয়ের মতো প্রযুক্তি নিয়ে কাজ করছে। দেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে ব্যবসা করছে ই-জেনারেশন। শামীম আহসান বলেন, আমার এ অর্জন দেশের তথ্যপ্রযুক্তি খাতের অর্জন। সবাই মিলে কাজ করলে তথ্যপ্রযুক্তি খাত থেকে ২০২১ সালে আমরা পাঁচ বিলিয়ন ডলার রফতানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারব।
Share on Facebook
Follow on Facebook
Add to Google+
Connect on Linked in
Subscribe by Email
Print This Post