ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ স্বাক্ষরতা অর্জন করি ,দক্ষ হয়ে জীবন গড়ি এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গত শনিবার (৮সেপ্টেম্বর) সকালে কসবা উপজেলা প্রশাসন আয়োজিত আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। দিবসটি পালনে বর্নাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট মোঃ আনিসুল হক ভূইঁয়া। বিশেষ অতিথি ছিলেন: উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন সুলতানা, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্ত মোঃ কবির আহাম্মদ, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মোঃ শফিকুল ইসলাম রঙ্গু, কসবা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহ-প্রধান শিক্ষক শারমিন সুলতানা, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ আমির হোসেন, পংকজ কুমার বিশ্বাস, এডওয়ার্ড বিনোধ সরেন ও কসবা উপজেলা কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি মোহাম্মদ মোতাহার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আবদুল আলিম রানা। কসবা প্রেসক্লাব সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আড়াইবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম মিদুল।
আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে কসবা পৌর সদরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-অভিবাভক-শিক্ষার্থী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।