প্রশান্তি ডেক্স॥ মানুষের মস্তিষ্ক কখনো কৃমি হতে শুনেছেন? হয়তো শোনেননি। তবে এমনই এক ঘটনা ঘটেছে চীনে। অবাক করা ঘটনা হলেও এক চীনা ব্যক্তির মস্তিষ্ক থেকে ১০ সেন্টিমিটার লম্বা ফিতাকৃমি বের করে এনেছেন চিকিৎসকরা। চিকিৎসকদের দাবি, যখন ওই ব্যক্তির মস্তিষ্ক থেকে এটা বের করা হচ্ছিল তখনও কৃমিটি সাঁতার কাটছিল।
চীনরে ওই নাগরিকে নাম লিও। তার বয়স ২৬ বছর। লিও কয়েকমাস যাবত মৃগীরোগে ভুগছিলেন। অসুস্থ লিওকে চিকিৎসার জন্য চীনের জিয়াংজির রাজধানী নানচ্যাংয়ের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রক্ত পরীক্ষার করা হলে লিওর মস্তিষ্কে কৃমির অস্তিত্ব পায় চিকিৎসকরা। পরে এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে চায়না মর্নিং পোস্ট। চায়না মনির পোস্টের ওই প্রতিবেদনে লিওর চিকিৎসক ডা. ওয়াং চুনলিয়াং বলেছেন, যখন ফিতাকৃমিটি লিওর মস্তিষ্ক থেকে বের করা হচ্ছেল তখনও এটি জীবিত ছিল। ফিতাকৃমিটির সাদা রঙের এবং এটি সাঁতার কাটতেও পারে। এখন প্রশ্ন হচ্ছে লিওর মস্তিষ্কে কীভাবে ফিতাকৃমি ঢুকলো? সেই প্রশ্নের জবাবও দিয়েছেন চিকিৎসরা। তারা বলেছেন, বিষাক্ত, গ্রিল করা কিংবা কাঁচা খাদ্য গ্রহণের কারণে লিওর মস্তিষ্কে ফিতাকৃমিটি প্রবেশ করতে সক্ষম হয়। উল্লেখ্য, লিও গ্রিল করা খাবার খুব পছন্দ করেন।