ব্রাহ্মণবাড়িয়ার ছেলে নাদিমের সাহসী ভুমিকায় চট্রগ্রামে অজ্ঞান কৃষক জ্ঞান ফিরে পেলেন

নাজমুল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া জেল াপ্রতিনিধি॥ বাহারউদ্দিন (৬০) নামে এক কৃষক জমিতে কাজ করছিলেন হঠাৎ তিনি জ্ঞান হারিয়ে জমির পাশে পরে থাকেন। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার দেলী গ্রামের ছেলে সাখাওয়াত হোসেন নাদিম (২৬)। ১৬ সেপ্টেম্বর প্রতি দিনের মতই জমির পাশ্ববর্তী সড়কপথে বাইক চালিয়ে তার অফিসের কাজে যাচ্ছিলেন হঠাৎ তার চোখ পরলো বাহারউদ্দিনের দিকে।back sence in farmar
প্রতিবেদকের সাথে কথা বলার সময় নাদিম জানায়। আজ ওদিকে আমার ডিউটি ছিল, আমি বাইক চালানোর সময় ওনাকে দেখতে পাই। বাইক থামিয়ে দ্রুত জমির দিকে ছুটে গেলাম, ওনার কাছে গিয়ে ডাক দিলাম, কোন সারা-শব্দ নাই। বুঝতে পারলাম জ্ঞান হারাইছে, ওনার জমির পাশে একটা বাড়ি আছে। অই বাড়ির জাহাঙ্গীর ভাইকে ডেকে আনলাম, তিনি এসে আমাকে সাহায্য করলো। তখন অজ্ঞান কৃষককে গাছের নিচে এনে মাথায় পানি দিলাম, প্রায় ৬/৭মিনিট পর ওনি আমাদের সাথে কথা বললো। তখন খুব ভালো লাগলো আমার নিজের কাছে। চট্টগ্রামের ভাষায় ওনি বললো, বাজি আল্লাহ তোয়ারে বাঁচাক। কৃষক বাহারউদ্দিন জোরারগঞ্জ এলাকার মিরসরাই উপজেলার চট্টগ্রামের বাসিন্দা বলে জানান নাদিম।

Leave a Reply

Your email address will not be published.