ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার বিতর্কিত পরিদর্শক (তদন্ত) মৃনাল দেবনাথকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। গত মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার শেখ মো. আনোয়ার হোসেন এ আদেশ দেন। মৃনাল দেবনাথ শিশু ধর্ষনের ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা ও সাংবাদিকদের সাথে অসৌজন্য মুলক আচরণ করেন। গত ২৮ অক্টোবর থেকে স্থানীয় সাংবাদিকরা তাকে প্রত্যাহারের জন্য আন্দোলন করে যাচ্ছেন। উল্লেখ্য গত এক মাস আগে উপজেলার খাড়েরা গ্রামে ৩য় শ্রেনির এক শিশু ধর্ষিত হয়।
এ ঘটনাটি মোটা অংকের বিনিময়ে ধামাচাপা দেয়ার জন্য সহযোগিতার অভিযোগ উঠে মৃনাল দেবনাথের বিরুদ্ধে। এ বিষয়টি নিয়ে গত ২৭ আগস্ট রাতে তার সাথে কথা বলার জন্য সাংবাদিকরা থানায় গেলে তাঁদের সাথে সে অসৌজন্যমূলক আচরন করেন। এ ঘটনার প্রতিবাদে কসবা প্রেসক্লাবের সকল সাংবাদিক গত ২৮ আগস্ট উপজেলা সদরের স্বাধীনতা চত্ত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সভা কর্মসূচী ঘোষনা করেন। কর্মসূচী ঘোষনার ২২ দিন পর গত মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মৃনাল দেবনাথকে পুলিশ লাইনে ক্লোজ করেছেন। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মালেক, পরিদর্শক (তদন্ত) মৃনাল দেবনাথকে পুলিশ লাইনে ক্লোজ করার বিষয়টি নিশ্চিত করে বলেন, গত বুধবারের মধ্যে কাগজপত্র বুঝিয়ে দিলেই তাকে রিলিজ দেয়া হবে।