ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি॥ গত (১৫ সেপ্টেম্বর) সকালে কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী নানা আয়োজনে পালন করা হয়েছে। কর্মসুচির মধ্যে ছিল প্রাথমিক বিদ্যালয় ছাত্রছাত্রীদের চিত্রাংকন, সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যালী, আলোচনা সভা, কেক কাটা ও পুরষ্কার বিতরণ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সমাজসেবা অফিসার মোস্তাফা মাহমুদ সারোয়ার। বাংলাদেশ খবরের পাঠক ফোরামের সভাপতি মো. আজিজুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন।
উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহীন সুলতানা, কসবা প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও ইত্তেফাক সংবাদদাতা নেপাল চন্দ্র সাহা, দৈনিক যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি এ.বি.এম ইনয়ামুল ইসলাম বোরহান, যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি মো. শাহআলম, প্রভাষক মো. জয়নাল আবেদীন ও মানবজমিন প্রতিনিধি সজল আহমদ খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কসবা উপজেলা প্রতিনিধি মো. অলিউল্লাহ সরকার অতুল।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আমাদের সময় প্রতিনিধি মো. রুবেল আহমেদ, আমাদের সময় প্রতিনিধি ভজন শংকর আচার্য্য, কায়েমপুর ইউনিয়ন প্রতিনিধি সরকার ফজলে রাব্বী, বায়েক ইউনিয়ন প্রতিনিধি জালাল উদ্দিন, গোপীনাথপুর ইউনিয়ন প্রতিনিধি মো. কামাল হোসেন, মূলগ্রাম ইউনিয়ন প্রতিনিধি মো. আকরাম হোসেন, বাদৈর ইউনিয়ন প্রতিনিধি কামাল উদ্দিন, কুটি ইউনিয়ন প্রতিনিধ মো. এনামুল হক আপেল প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার ১০টি ইউনিয়নের প্রতিনিধি, সাংবাদিক, সাহিত্যিক, শিক্ষক, ছাত্রছাত্রীসহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে চিত্রাংকন প্রতিযোগীদের মধ্যে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি পুরষ্কার তুলে দেন।