ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে উপজেলার পানিয়ারুপ উচ্চ বিদ্যালয় ও কসবা পৌর উচ্চ বিদ্যালয় নামক দুটি মাধ্যমিক বিদ্যালয়ে সততা ষ্টোর নির্মানের জন্য অনুদান প্রদান করা হয়। গত উপজেলা পরিষদ মিলনায়তনে দুই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে অনুদান তুলে দেয়া হয়।
উপজেলা দূর্নীতি কমিটির সভাপতি ও সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ খন্দকার আলমগীর আহমেদের সভাপতিত্বে অনুদান প্রদান অন্ষ্ঠুানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো.আনিসুল হক ভৃইয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা আক্তার, ভাইস চেয়ারম্যান শাহীন সুলতানা, কসবা প্রেসক্লাব সভাপতি ও উপজেলা দুর্নীতি কমিটির সহ-সভাপতি মো.সোলেমান খান, উপজেলা দুর্নীতি কমিটির সাধারন সম্পাদক মুন্সি রুহুল আমিন টিটু, কসবা থানা অফিসার ইনচার্জ আবদুল মালেক, পৌর কাউন্সিলর আবু জাহের ও উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি শফিকুল ইসলাম রঙ্গু।