পাবনা প্রতিনিধিঃ মোঃ নাঈম হাসান॥ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২০২১ সালে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ ডাকবিভাগের অধিনে ডিজিটাল সেবা সকল মানুষের দ্বারপ্রান্তে পৌছানোর জন্য পোস্ট ই-সেন্টার মাধ্যমে সারা বাংলাদেশে ৯৮৮৬ টি ডাক ঘরে পোস্ট ই-সেন্টার চালু রয়েছে। এরি ধারাবাহিকতায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা পোস্ট অফিসে পোস্ট ই-সেন্টার চালু রয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,কর্মকর্তা,কর্মচারী,ছাত্র-ছাত্রীদের স্বল্প খরচে ডিজিটাল সেবা প্রদান করা হচ্ছে। পোস্ট ই-সেন্টারের সেবা সমূহ হলো প্রশিক্ষনের মাধ্যমে সরকারি সনদ প্রদান,কৃষি বিষয়ে পরামর্শ,ই-মেইল করা,ছবি থেকে ছবি,সাদা কালো ও রঙিন প্রিন্ট করা,ফটোকপি করা,অনলাইনের মাধ্যমে চাকুরির আবেদন ও বিশ্ববিদ্যালয়ের আবেদন করা,ভিডিও কনফান্সের মাধ্যমে স্বল্প খরচে দেশে বিদেশে কথা বলা। এ বিষয়ে পোস্ট ই-সেন্টারের উদ্যোক্তা মোঃ সাইফুল ইসলাম মাসুম বলেন এখান থেকে অনেক ছাত্র-ছাত্রী প্রশিক্ষণ গ্রহণ করে বিভিন্ন জায়গায় চাকুরি করছে। এই ডিজিটাল তথ্য প্রযুক্তি সেবা মানুষের কাছে পৌছে দেওয়াই আমাদের লক্ষ্যে।
Share on Facebook
Follow on Facebook
Add to Google+
Connect on Linked in
Subscribe by Email
Print This Post