পোস্ট ই-সেন্টার পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা পোস্ট অফিস, পাবনা

পাবনা প্রতিনিধিঃ মোঃ নাঈম হাসান॥ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২০২১ সালে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ ডাকবিভাগের অধিনে ডিজিটাল সেবা সকল মানুষের দ্বারপ্রান্তে পৌছানোর জন্য পোস্ট ই-সেন্টার মাধ্যমে সারা বাংলাদেশে ৯৮৮৬ টি ডাক ঘরে পোস্ট ই-সেন্টার চালু রয়েছে। এরি ধারাবাহিকতায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা পোস্ট অফিসে পোস্ট ই-সেন্টার চালু রয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,কর্মকর্তা,কর্মচারী,ছাত্র-ছাত্রীদের স্বল্প খরচে ডিজিটাল সেবা প্রদান করা হচ্ছে। পোস্ট ই-সেন্টারের সেবা সমূহ হলো প্রশিক্ষনের মাধ্যমে সরকারি সনদ প্রদান,কৃষি বিষয়ে পরামর্শ,ই-মেইল করা,ছবি থেকে ছবি,সাদা কালো ও রঙিন প্রিন্ট করা,ফটোকপি করা,অনলাইনের মাধ্যমে চাকুরির আবেদন ও বিশ্ববিদ্যালয়ের আবেদন করা,ভিডিও কনফান্সের মাধ্যমে স্বল্প খরচে দেশে বিদেশে কথা বলা। এ বিষয়ে পোস্ট ই-সেন্টারের উদ্যোক্তা মোঃ সাইফুল ইসলাম মাসুম বলেন এখান থেকে অনেক ছাত্র-ছাত্রী প্রশিক্ষণ গ্রহণ করে বিভিন্ন জায়গায় চাকুরি করছে। এই ডিজিটাল তথ্য প্রযুক্তি সেবা মানুষের কাছে পৌছে দেওয়াই আমাদের লক্ষ্যে।

Leave a Reply

Your email address will not be published.