প্রশান্তি ডেক্স॥ মির্জা ফখরুলের এই বক্তব্য নিয়ে রাজনৈতিক মহলে বেশ আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, বিএনপি মহাসচিবের বক্তব্য শুনলে মনে হতে পারে বক্তব্যটি তিনি সরকারকে উদ্দেশ্য করেই দিয়েছেন। কিন্তু একটু চিন্তা করলেই বোঝা যাবে, আওয়ামী লীগ সরকার এমন কোন অপকর্মই করে নাই, যে কারনে তাদের দেশ ছেড়ে পালাতে হবে। তাঁরা মনে করেন, এই বক্তব্যের মাধ্যমে ফখরুল ইসলাম আলমগীর আসলে দীর্ঘদিন লন্ডনে পলাতক থেকে বিএনপির উপর ছড়ি ঘোরানো তারেক রহমানকেই কৌশলে খোঁচা দিতে চেয়েছেন।
কারন-এটা ওপেন সিক্রেট যে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের সম্পর্ক মোটেই ভালো না। ফখরুল সে সুযোগটাই নিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য যে, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার অনেক আগেই তত্ত্বাবধায়ক সরকারের ডলা খেয়ে “জীবনে আর রাজনীতি করবো না” মুচলেকা দিয়ে চিকিৎসার নাম করে দীর্ঘদিন লন্ডনে পলাতক আছে সাজাপ্রাপ্ত দুর্নীতিবাজ তারেক রহমান। বর্তমানে পলাতক আর তারেক রহমান সমার্থক শব্দ হিসেবেই বিবেচিত হয়।