প্রধানমন্ত্রীর আত্মজীবনী নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র

telifilm for hasinas lifeপ্রশান্তি ডেক্স॥ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মজীবনী নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র, ‘হাসিনা, এ ডটারস টেল’। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সিনেমাটির ট্রেইলার মুক্তি প্রকাশ করা হয়েছে।
আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান, ‘সেন্টার ফর রিসার্চ এন্ড ইনফরমেশন’-সিআরআই’র তত্ত্বাবধানে সিনেমাটি মুক্তি পাবে এ বছরের নভেম্বরে। পিপলু’র পরিচালনায় সিনেমাটির চিত্রগ্রহণ করেছেন, সাদিক আহমেদ। প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে কাজ করেছে অ্যাপলবক্স ফিল্মস।
অগ্রগতির এই ধারা অব্যাহত থাকুক। ডিজিটাল প্রযুক্তির ব্যবহারে উন্মোচিত হউক সকল দুয়ার। জাতি এবং বিজাতীয়রা দেখতে পাক সকল উন্নয়ন এবং সফল কর্মকান্ড। শিক্ষা এবং দিক্ষা নিক আগামীর রাজনীতি। এগিয়ে যাক বাংলার উদীয়মান সূর্য; ঘ্রাস করুক মহা বলয়ে এবং অন্ধকারকে দূরে ঠেলে দিয়ে বিশ্বকে আলোক বর্তিকায় প্রজ্জ্বলীত করুক শেখ হাসিনা মন্ত্রে।

Leave a Reply

Your email address will not be published.