বিদেশে যেতে ব্যর্থ হয়ে হতাশায় এক যুবকের আত্মহত্যা

নাজমুল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ স্বপ্ন দেখেছিল বিদেশ গিয়ে আয়-রোজগার করে পরিবারের দু:খ ঘুচাবে। দার দেনা করে বিদেশ যাওয়ার জন্য টাকাও দিয়েছিল পরিচিত লোককে। কিন্তু বিদেশ যাওয়া হলো না। ক্ষোভে, হতাশায়, অভিমানে চলে গেলেন এ জগত ছেড়ে অনেক দূরে। আজ (২৬ সেপ্টেম্বর) বুধবার সকালে আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের জয়পুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহতের পরিবার সুত্রে জানা গেছে, মনিয়ন্দের জয়পুর গ্রামের হাসেম মিয়ার পুত্র জাকির হোসেন (২২) বিদেশ যাওয়ার জন্য ২ বছর পূর্বে একই ইউনিয়নের হরিপুর গ্রামের ছনু হাজির পুত্র বাবুল ও দুলাল মিয়াকে টাকা দেয়। বিদেশ পাঠানোর কয়েকটি তারিখও দেয় বাবুল ও দুলাল। কাপড়-চোপড়ও কেনা হয়। কিন্তু হঠাৎ সে তারিখ পরির্বতন হয়। আবার নতুন তারিখের আশায় অপেক্ষায় থাকে জাকির হোসেন। এভাবে কেটে যায় দুই বছর। এনিয়ে হতাশায় ভুগছিলো জাকির হোসেন। বুধবার সকালে নিজ ঘরের ভুতির সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
হতভাগ্য নিহত জাকির হোসেনের পিতা আব্দুল হাসেম বলেন, ২ বছর আগে বিদেশ পাঠানোর কথা বলে হরিপুর গ্রামের বাবুল ও দুলাল টাকা নেয়। আজ না কাল করতে করতে ২ বছর পার করে দিয়েছে। এখন বলে আমার ছেলের নাকীভাগ্য ভালো না। মঙ্গলবার রাতে আমার ছেলে আমাকে বলেছিলো সে একদিকে চলে যাবে। কিন্তু সে যে এভাবেআমাদের ছেড়ে চলে যাবে ভাবতে পারিনি।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন বলেন, লাশ উদ্ধারের জন্য পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published.